Electricity Bill: বিদ্যুতের খরচ হয়ে যাবে অর্ধেক! রাজ্য সরকারের এই প্রকল্পের কথা জানেন?

Oct 17, 2024 | 4:10 PM

Electricity Bill: কেউ বলেন এসির সঙ্গে ফ্যান চালালে কম কারেন্ট পোড়ে, কেউ বলেন বারবার এসি বন্ধ-চালু করলে বেশি বিদ্যুৎ খরচ হয়। কী করলে সত্যি সত্যি কমবে বিদ্যুৎ খরচ?

Electricity Bill: বিদ্যুতের খরচ হয়ে যাবে অর্ধেক! রাজ্য সরকারের এই প্রকল্পের কথা জানেন?
Image Credit source: Aitor Diago/Moment/Getty Images

Follow Us

যতই দিন চলেছে বেড়ে চলেছে মানুষের বিদ্যুৎ নির্ভরতা। পড়াশোনা করা, রান্না করা ,কাপর কাচা সব কিছুতেই চাই বিদ্যুৎ। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ট্রিমার, ইলেকট্রিক ওভেন, এসি, লাইট, ফ্যান, গিজার সব কিছুতেই প্রয়োজন বিদ্যুৎ সংযোগ। তবে মুশকিল যে অন্য জায়গায়, বিদ্যুৎ নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের বিলও।

কী করলে কমবে বিদ্যুতের খরচ? এই প্রশ্ন সবারই মনে ওঠে বারবার। কেউ বলেন এসির সঙ্গে ফ্যান চালালে কম কারেন্ট পোড়ে, কেউ বলেন বারবার এসি বন্ধ-চালু করলে বেশি বিদ্যুৎ খরচ হয়। কী করলে সত্যি সত্যি কমবে বিদ্যুৎ খরচ?

এই বিষয়ে কিন্তু প্রথমেই একটি স্কিম বা প্রকল্পের বিষয়ে জেনে রাখুন। অনেকেই এই বিষয়ে জানেন না, তাই বেশি বিদ্যুতের বিল দিতে হয়। রাজ্য সরকার বিদ্যুতের খরচ কমানোর জন্য এক বিশেষ প্রকল্প নিয়ে এসেছিল ২০২০ সালে। তা হল ‘হাসির আলো’ প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী যে সব বাড়িতে মাসিক ২৫ ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ হয়, তাদের বিদ্যুৎ বাবদ কোনও খরচ দিতে হয় না। অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বিভাগের তিন মাসে একবার বিল নেওয়ার প্রথা প্রচলিত রয়েছে, সেই নিয়ম অনুসারে তিন মাসের মধ্যে কোনও পরিবার যদি ৭৫ বা তার কম ইউনিট বিদ্যুৎ খরচ করেন তাহলে তাদের কোনও রকম টাকা দিতে হবে না। আবার তার পরে ১০ ইউনিট অবধি প্রতি ইউনিটে আড়াই টাকা করে ছাড় দেওয়া হয়। তবে একটি বিষয় জেনে রাখা প্রয়োজন। এই ছাড় কিন্তু সবার জন্য মোটেও উপলব্ধ নয়। কেবল যাঁরা বিপিএল নথিভুক্ত তাঁদের জন্যই রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্প।

Next Article