হোয়াটসঅ্যাপ এখন নিত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অ্যাপগুলির মধ্যে অন্যতম। তাই গ্রাহকদের সুবিধার কথা ভেবে নিত্যনতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপের পেরেন্টস সংস্থা মেটা। এবার আরও এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে মেটা। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মধ্যে। নতুন এই ফিচারের নাম হল ‘কাস্টম চ্যাট লিস্ট’। বিশেষ এই ফিচার কিন্তু গ্রাহকদের গ্রুপ চ্যাট ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে।
কী হবে নতুন এই ফিচারে?
কাস্টম চ্যাট লিস্ট ফিচারটি ব্যবহার করে আপনি পছন্দমতো হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথনকে বাছাই করে চোখের সামনে রাখতে পারবেন। এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন – ফ্যামিলি, ওয়ার্কপ্লেস, ফ্রেন্ডস ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে তা ভাগ করা যাবে। ফলে সেই সব চ্যাট বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।
নতুন ফিচারের সাহায্যে কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করা যাবে এবং প্রয়োজনে এডিট করা যাবে।
কাস্টম লিস্ট কী ভাবে করবেন?
প্রথমে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। এবার হোয়াটসঅ্যাপের উপরে ডান দিকে একটি ‘প্লাস’ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে ‘অর্গাইনজ ইওর চ্যাট’ বলে একটি পপআপ দেখাবে। সেখানে গিয়ে ক্লিক করুন।
এ বার ক্যাটেগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করতে হবে। যদি কোনও চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তা হলে ‘অ্যাড পিপল অর গ্রুপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনও প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দিতে পারবেন।