Madhyamik Exam Result Review And Scrutiny: মাধ্যমিকের ফল নিয়ে সন্তুষ্ট নন? রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবেন কী ভাবে?

Madhyamik Exam Result: কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে পর্ষদ। ২ মে বিকেল ৪টে থেকে শুরু হয়ে গিয়েছে ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়া। ১৮ মে বিকেল ৫টা অবধি আবেদন করার সুযোগ থাকছে পড়ুয়াদের জন্য।

Madhyamik Exam Result Review And Scrutiny: মাধ্যমিকের ফল নিয়ে সন্তুষ্ট নন? রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবেন কী ভাবে?

May 03, 2025 | 9:06 PM

মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার ৭০ দিনের মধ্যে ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অনেকেই নিজের মাধ্যমিকের ফল দেখে ততটা খুশি নয়। হয়তো একবার খুঁটিয়ে দেখতে দেবেন কিনা সেই কথাও বিবেচনা করছেন। কী ভাবে মাধ্যমিকের নম্বর স্ক্রুটিনি এবং রিভিউ করার জন্য আবেদন করবেন? সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। রইল বিস্তারিত।

মাধ্যমিক পরীক্ষাড় যারা পাশ করেছে অথচ তাঁদের ফল নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় তাঁরা চাইলে রিভিউ বা স্ক্রুটিনি করার আবেদন জানাতে পারে। আর যারা পাশ করতে পারেনি, অথচ ধারণা তাঁদের পাশ করার কথা ছিল তারা শুধুমাত্র রিভিউ করার জন্য আবেদন করতে পারবেন। আপনি যে স্কুলে থেকে পরীক্ষা দিয়েছেন তার মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন। কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে পর্ষদ। ২ মে বিকেল ৪টে থেকে শুরু হয়ে গিয়েছে ওয়েবসাইটে আবেদনের প্রক্রিয়া। ১৮ মে বিকেল ৫টা অবধি আবেদন করার সুযোগ থাকছে পড়ুয়াদের জন্য।

পাশ করেনি এমন পরীক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়ন করাতে চাইলে প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা জমা দিতে হবে। পাশ করেছে এমন পরীক্ষার্থীদের নম্বর যাচাইয়ের জন্য বিষয় প্রতি ৮০ টাকা জমা দিতে হবে। মাধ্যমিকের মার্কশিটের জেরক্স এবং নাম, রোল নম্বর জানিয়ে বিদ্যালয়ের মাধ্যমে আবেদন জানাতে হবে পড়ুয়াদের। ব্যক্তিগত ভাবে কেউ আবেদন জানালে তা গ্রাহ্য হবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ। বিজ্ঞপ্তি অনুসারে, স্কুলগুলি প্রতি পরীক্ষার্থী ভিত্তিতে ২টাকা করে নিতে পারে।

প্রসঙ্গত, এই বছর মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী।