Tea Leaves Benefits: জুতোর গন্ধ থেকে বাসন মাজা, চা পাতা ফেলে না দিয়ে জানুন কত কাজে লাগাতে পারেন

Tea Leaves Benefits: চা ছাড়া দিন কাটে না বাঙালির। সকালে উঠে থেকে রাত জেগে কাজ করা, যে নিরবে আপনার পাশে থাকবে সে হল চা। কিন্তু চা কি শুধুই পানীয়? নাহঃ! চা শুধু পানীয় হিসেবেই নয়, ঘরোয়া নানা কাজে ব্যবহৃত হতে পারে।

Tea Leaves Benefits: জুতোর গন্ধ থেকে বাসন মাজা, চা পাতা ফেলে না দিয়ে জানুন কত কাজে লাগাতে পারেন

Jul 17, 2025 | 8:11 PM

চা ছাড়া দিন কাটে না বাঙালির। সকালে উঠে থেকে রাত জেগে কাজ করা, যে নিরবে আপনার পাশে থাকবে সে হল চা। কিন্তু চা কি শুধুই পানীয়? নাহঃ! চা শুধু পানীয় হিসেবেই নয়, ঘরোয়া নানা কাজে ব্যবহৃত হতে পারে। ব্যবহৃত চা পাতা বা টি ব্যাগ অনেকসময় ফেলে না দিয়ে পুনরায় কাজে লাগালে তা একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনি সাশ্রয়ীও। রইল তেমন কিছু টিপস।

১। ফ্রিজ ও জুতোর গন্ধ দূর করতে – ব্যবহৃত শুকনো চা পাতা একটি ছোট কাপড়ে বেঁধে ফ্রিজে কিংবা জুতোর ভিতরে রেখে দিলে দূর্গন্ধ দূর হয়। চা পাতার প্রাকৃতিক সুবাস ও এর ট্যানিন উপাদান দুর্গন্ধ শোষণ করে।

২। বাসন মাজায় সহায়ক – চা পাতার ট্যানিন উপাদান চর্বি ভাঙতে সাহায্য করে। ব্যবহৃত চা পাতা স্ক্রাবার হিসেবে ব্যবহার করে হাঁড়ি-কড়াইয়ের চিটচিটে তেল-ময়লা পরিষ্কার করা যায়।

৩। কাচ ও আয়না পরিষ্কারে – চা পাতার জল ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে কাচ বা আয়নায় ছিটিয়ে মুছে নিলে দাগ মুক্ত ও ঝকঝকে হয়ে ওঠে। বিশেষ করে ট্যানিন উপাদানটি পরিষ্কার করতে দারুণ কার্যকর।

৪। মশা-মাছি তাড়াতে – চা পাতা শুকিয়ে আগুনে দিলে হালকা ধোঁয়া তৈরি হয় যা মশা বা মাছির উপদ্রব দূর করতে সাহায্য করে। এটি প্রাকৃতিক ধূপের মতো কাজ করে।

৫। গাছের সার হিসেবে – ব্যবহৃত চা পাতা পচনশীল, এতে নাইট্রোজেন ও অন্যান্য খনিজ থাকে যা মাটির উর্বরতা বাড়ায়। গাছের গোড়ায় মিশিয়ে দিলে এটি অর্গানিক কম্পোস্টের মতো কাজ করে।

৬। কাঠের মেঝে ও আসবাব পরিষ্কারে – চায়ের জল একটি নরম কাপড়ে ভিজিয়ে কাঠের আসবাব বা মেঝে মুছে দিলে দাগ উঠে যায় এবং নতুনের মতো চকচকে দেখায়। তবে অতিরিক্ত ভেজানো উচিত নয়।