Water Bottle: প্লাস্টিক, তামা নাকি কাচ, কোন বোতলে জল খাওয়া সবচেয়ে খারাপ জানেন?

Water Bottle: সব থেকে বেশি ব্যবহৃত হয় প্লাস্টিক, তামা বা কাচের বোতল। তবে কোনটি বেশি ভাল? কোন বোতল স্বাস্থ্যের জন্য ভাল? দেখে নিন এই প্রতিবেদনে।

Water Bottle: প্লাস্টিক, তামা নাকি কাচ, কোন বোতলে জল খাওয়া সবচেয়ে খারাপ জানেন?

Aug 23, 2024 | 6:45 PM

স্টিল, তামা, কাচ, প্লাস্টিক বোতল রাখার জন্য আজকাল বাজারে নানা ধরনের বোতল পাওয়া যায়। তবে তার মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় প্লাস্টিক, তামা বা কাচের বোতল। তবে কোনটি বেশি ভাল? কোন বোতল স্বাস্থ্যের জন্য ভাল? দেখে নিন এই প্রতিবেদনে।

প্লাস্টিক বোতল –

প্লাস্টিকের বোতল ব্যবহার করার সুবিধা হল এই বোতল হালকা ও বহনযোগ্য। কম দামি, বিভিন্ন রং ও আকারে পাওয়া যায়, ভাঙার আশঙ্কাও কম থাকে। তবে ভর্তি বোতল হাত থেকে পড়ে গেলে ফেটে যেতে পারে।

তবে প্লাস্টিকের বোতল থেকে ক্ষতিকর রাসায়নিক জলে মিশে যেতে পারে, যেমন বিসফেনল এ-এর মতো কিছু রাসায়নিক জলে মিশে বিষক্রিয়া হতে পারে। দীর্ঘ দিন এই বিষাক্ত পদার্থ শরীরে গেলে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আবার পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের বোতল।

কাচের বোতল –

কাচের বোতল ব্যবহার করলে কোনও রাসায়নিক বিক্রিয়া হয় না, তাই এটি নিরাপদ। এমনকি পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধবও।

তবে এই বোতলের সবচেয়ে বড় সমস্যা হল এটি ভারী, বহন করা অসুবিধাজনক। এ ছাড়া একটু অসাবধান হলেই ভেঙে যেতে পারে কাচের বোতল। প্লাস্টিকের বোতলের তুলনায় দামও বেশি হয়।

তামার বোতল –

তামার বোতল ব্যবহার করার সুবিধা হল তামার অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ। তামা শরীরের জন্য কিছু অপরিহার্য খনিজের যোগান দিতে পারে। তামার বোতলে জল রাখলে, সেই খনিজ জলে মিশে দেহে প্রবেশ করে, যা সুস্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

তবে তামার বোতলের দাম অনেক। আবার এতে জল ছাড়া অন্য কোনও অ্যাসিডিক পানীয় রাখা যায় না। কারণ তাতে রাসায়নিক বিক্রিয়া হতে পারে। আবার বেশি তামাজাত দ্রব্য শরীরে যাওয়াও মোটে ভাল কথা নয়।