
বলি অভিনেত্রী ঈশা দেওল সেই সব সেলিব্রিটিদের মধ্যে একজন, যাঁরা ত্বকের পরিচর্যার জন্য ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানে। কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন তিনি। এমনকি তাঁর মা, অবশ্য বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীই যে রয়েছে এর নেপথ্যে তাও জানান তিনি। ৭০ বছর বয়সেও হেমা মালিনীর গ্লো কমেনি এতটুকু। মা-মেয়ের এই অপরূপ রূপের রহস্যটা আসলে কী? জেনে নিন টিপস।
ট্যান দূর করবেন কীভাবে?
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ঈশা বলেন, “শৈশবে আমরা ঘন ঘন ঘরে তৈরি ছোলার পেস্ট মুখে লাগাতাম। কেন লাগাতাম, সেটা ঠিক জানতাম না, কিন্তু মা সবসময় সেটা আমাদের মুখে লাগাতেন। আরেকটি জিনিস আমি মাকে করতে দেখতাম—শুটিং থেকে বাড়ি ফিরে হাত-পায়ে গ্লিসারিন আর লেবুর রস মাখতেন। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম, এটা কেন? মা বলেছিলেন, স্টুডিওর আলো খুব কড়া, এতে ট্যান হয়ে যায়। তাই এটা মাখলে ট্যান চলে যায়। আজও আমি এই টোটকা মেনে চলি। কারণ গ্লিসারিন আর লেবু ট্যান দূর করতে সাহায্য করে।”
গ্লিসারিন ও লেবুর রস একটি ছোট পাত্রে নিয়ে ভালভাবে মিশিয়ে একটি মসৃণ তরল তৈরি করতে হবে। এটিকে বোতলে ভরে রাখা যায়। যেমনটি ঈশা ও হেমা করতেন।
গ্লিসারিন উদ্ভিজ্জ বা প্রাণীজ চর্বি থেকে তৈরি হয়। এটি স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন, ঘন এবং মিষ্টি স্বাদের তরল। হিউমেকট্যান্ট হিসেবে গ্লিসারিন বাতাস ও ত্বকের গভীর স্তর থেকে আর্দ্রতা টেনে এনে ত্বকের উপরিভাগে ধরে রাখে।
লেবুর রস, প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণসম্পন্ন, যা ত্বক উজ্জ্বল করে এবং ত্বকের রঙ সমান করতে সাহায্য করে। অন্যদিকে, গ্লিসারিন ত্বককে আর্দ্র রাখে, শান্ত করে এবং কালো দাগ হালকা করতে সহায়তা করে।