বইমেলায় বইয়ের ভিতর ‘পলিটিক্যাল পডকাস্ট’! সবই কি ‘থোড় বড়ি খাড়া’?

জমজমাট বইমেলা। দিন যত এগোচ্ছে ভিড়ও বাড়ছে। আট থেকে আশিই মেলায় হাজির বইয়ের পাতা উলটোতে। চলছে দেদার কেনা-বেচাও। যাঁরা বলেন, মোবাইলে মাথা গুঁজে থাকার ফলে বইকে মানুষ ব্রাত্য করেছে, তাঁদের ভুল প্রমাণ করবে বইমেলার চিত্র।

বইমেলায় বইয়ের ভিতর পলিটিক্যাল পডকাস্ট! সবই কি থোড় বড়ি খাড়া?

| Edited By: আকাশ মিশ্র

Feb 07, 2025 | 1:42 PM

জমজমাট বইমেলা। দিন যত এগোচ্ছে ভিড়ও বাড়ছে। আট থেকে আশিই মেলায় হাজির বইয়ের পাতা উলটোতে। চলছে দেদার কেনা-বেচাও। যাঁরা বলেন, মোবাইলে মাথা গুঁজে থাকার ফলে বইকে মানুষ ব্রাত্য করেছে, তাঁদের ভুল প্রমাণ করবে বইমেলার এই চিত্র। আর এরই মাঝে লেখক বিশ্বজিৎ দাস, নতুন প্রজন্মের কথা মাথায় রেখে বইয়ের সঙ্গে মিলিয়ে দিলেন পডকাস্টকে! ব্যাপারটি কি থোড় বড়ি খাড়া? খোলসা করা যাক।

বৃহস্পতিবার বইমেলায় প্রকাশিত হল বিশ্বজিৎ দাসের নতুন দুটি বই ‘পলিটিক্যাল পডকাস্ট’ আর ‘থোড় বড়ি খাড়া’। কী রয়েছে এই দুই বইয়ে?

লেখক বিশ্বজিৎ জানালেন, পলিটিক্যাল পডকাস্ট বিস্ফোরক ও অকপট। অর্থাৎ এই সময়ে বাংলা এবং ভারতবর্ষের রাজনীতির যে ছবিটা উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের যাঁরা প্রতিনিধি, তাঁরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। অন্যদিকে, থোড় বড়ি খাড়া বইতে রয়েছে, মূলত, বিভিন্ন ধরনের, বিভিন্ন স্বাদের প্রবন্ধ। এমন কিছু মানুষের কথা, যাঁদের বাংলা ভুলে গিয়েছে। যেমন, শ্যামমোহিনী দেবী। শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আমরা বেগম রোকেয়ার কথা জানি। কিন্তু শ্যামমোহিনী দেবীর কথা জানি না। এরকমই কিছু মানুষের কথা উঠে আসবে এই বইতে।

লেখকের কথায় এই দুই বই-ই পাঠকদের নতুন অভিজ্ঞতা দেবে। তাই বইমেলায় পা রাখলেই অবশ্যই দেখতে পারেন লেখকের এই দুই বই। ঢুঁ মারতে পারেন কলেজপাড়া প্রকাশনায়।