
দুধ থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। হাড়ের সামগ্রিক স্বাস্থ্যের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার দাঁত মজবুত রাখতেও দুধ খাওয়া জরুরি। ভিটামিন ডি, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে দুধের উপরেই ভরসা রাখতে হয়।
কিন্তু দুধ খেলে অনেকেরই পেটে সমস্যা হয়। গ্যাস, অম্বল থেকে ডায়েরিয়া পর্যন্ত হতে পারে। তাই বাধ্য হয়েই ছাড়তে হয়েছে দুধ খাওয়া। কেবল দুধ নয়, অনেকের সমস্যা থাকে আরও নানা দুগ্ধজাত খাবারেও। একে বলে ল্যাক্টোজ ইন্টলারেন্ট। ল্যাক্টোজ ইন্টলারেন্ট থাকলে ছানার মিষ্টি, আইসক্রিম, দই, বা চকোলেট খেতেও সমস্যা হয় অনেকের।
তবে ভাববেন না, কয়েকটি নিয়ম মানলে কিন্তু খেতে পারবেন এই সব কিছুই। কী করতে হবে, দেখে নিন প্রতিবেদনে।
অনিচ্ছা সত্ত্বেও দুধ খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন।
গরু বা মোষের দুধে সমস্যা থাকলে এখন ওটস, কাঠবাদাম বা সোয়াবিনের দুধ বাজারে পাওয়া যায়। তা খেতে পারেন। এতে ল্যাক্টোজ থাকে না।
অনেকের ভরা পেটে দুধ খেলে কোনও সমস্যা হয় না, কিন্তু খালি পেটে গেলে হয়। সে ক্ষেত্রে যেটা সুবিধা তাই করুন। তবে ল্যাক্টোজ ইন্টলারেন্ট হলে দুধের সঙ্গে ফাইবার জাতীয় খাবার খাবেন না। তাতে সমস্যা হতে পারে।
দুধের সঙ্গে দুগ্ধজাত খাবার খেলেও পেটের গোলমাল হতে পারে। তাই দুধ চা খেলে তার সঙ্গে দুধের দুগ্ধজাত কোনও খাবার খাবেন না। বা ঠিক উল্টোটা, মানে একসঙ্গে একাধিক দুধ বা দুগ্ধজাত খাবার গ্রহণ করবেন না।