Lipstick use Tips: পুজোয় লিপস্টিক হোক লং-লাস্টিং, এই টিপস মানলে ঠোঁটে রঙের জাদু থাকবে ঘণ্টার পর ঘণ্টা

লিপস্টিক লাগানোর অন্যতম বড় সমস্যা হল কফি, কোল্ড ড্রিঙ্কস, কোনও খাবার কিংবা একটু ঘাম মুছতে গিয়ে ঠোঁটের কাছে রুমাল বা টিসু গেলেই লিপস্টিক মুছে যায়। এমন সময় ঠোঁট ফ্যাকাসে লাগে। তবে কিছু সহজ ট্রিকস জানলে আপনার ঠোঁটে লিপস্টিক থাকবে দীর্ঘক্ষণ, আর হাসিও হবে নিখুঁত।

Lipstick use Tips: পুজোয় লিপস্টিক হোক লং-লাস্টিং, এই টিপস মানলে ঠোঁটে রঙের জাদু থাকবে ঘণ্টার পর ঘণ্টা
Lipstick use Tips: পুজোয় লিপস্টিক হোক লং-লাস্টিং, এই টিপস মানলে ঠোঁটে রঙের জাদু থাকবে ঘণ্টার পর ঘণ্টাImage Credit source: Canva

Sep 10, 2025 | 6:08 PM

সামনেই আসছে পুজো। এই সময় সাজগোজের অন্যতম জায়গা দখল করে লিপস্টিক। মেয়েরা নিজেদের পোশাকের ও স্কিনটোনের সঙ্গে মানানসই রঙের লিপস্টিক বেছে নেন। তবে এই লিপস্টিক শুধু সাজের অংশ নয়, আত্মবিশ্বাসেরও প্রতীকও বটে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল কফি, কোল্ড ড্রিঙ্কস, কোনও খাবার কিংবা একটু ঘাম মুছতে গিয়ে ঠোঁটের কাছে রুমাল বা টিসু গেলেই লিপস্টিক মুছে যায়। এমন সময় ঠোঁট ফ্যাকাসে লাগে। তবে কিছু সহজ ট্রিকস জানলে আপনার ঠোঁটে লিপস্টিক থাকবে দীর্ঘক্ষণ, আর হাসিও হবে নিখুঁত।

১. ঠোঁটকে তৈরি করা: মসৃণ বেস তৈরি করুন

শুষ্ক ঠোঁটে লিপস্টিক টেকে না। তাই লিপ স্ক্রাব বা হালকা ব্রাশ দিয়ে ঠোঁট এক্সফোলিয়েট করুন, তারপর লিপ বাম লাগান। কয়েক মিনিট পর টিস্যু দিয়ে বাড়তি আর্দ্রতা মুছে ফেলুন।

২. লিপ প্রাইমার বা কনসিলার

লিপস্টিক লাগানোর আগে পাতলা করে কনসিলার বা লিপ প্রাইমার ব্যবহার করলে ঠোঁটের রঙ সমান হয়, আর লিপস্টিক বসে যায় অনেক ভালভাবে।

৩. লিপ লাইনার দিয়ে শেপ ও বেস

ঠোঁটের আউটলাইন টানতে লিপ লাইনার ব্যবহার করুন। শুধু শেপ নয়, ভেতরে হালকা করে ভরাট করে নিলে লিপস্টিক আরও দীর্ঘস্থায়ী হবে।

৪. সঠিক লেয়ার

প্রথমে একটি কোট লিপস্টিক লাগান। তাতে টিস্যু দিয়ে হালকা চাপ দিন। তারপর আবার দ্বিতীয় কোট দিন। এই লেয়ারিং টেকনিক লিপস্টিককে কয়েক ঘণ্টা বেশি ধরে রাখবে।

৫. পাউডার সেটিং ট্রিকস

লিপস্টিকের ওপরে টিস্যু চাপা দিয়ে তার ওপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার লাগান। এতে লিপস্টিক সেট হয়ে যাবে, আর সহজে মুছবে না।

৬. খাবার সময় টিপস

অতিরিক্ত তেলতেলে খাবার খেলে লিপস্টিক মুছে যায়। তাই খাওয়ার সময় একটু সতর্ক থাকুন। পানীয় খাওয়ার সময় স্ট্র ব্যবহার করলেও ঠোঁটে রঙ অনেকক্ষণ টিকে যায়।

লিপস্টিক টিকে থাকবে কি না, তা শুধু প্রোডাক্টের গুণে নয়, যিনি ব্যবহার করছেন, তাঁর টেকনিকের ওপরও অনেকটাই নির্ভর করে। তাই এই স্মার্ট টিপস যদি মেনে চলেন, তা হলে সারাদিন ঠোঁটে ভাল ভাবে টিকে থাকবে লিপস্টিক।