অ্যালোভেরা জেলে এই উপাদান মিশিয়ে মাখলে গরমেও ত্বক থাকবে ‘কুল’

Summer Skin Care: বয়স ১৫ হোক বা ৪৫, যে কেউ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। রোজ অ্যালোভেরা জেল মাখলে আর কোনও প্রসাধনীর প্রয়োজন পড়ে না। কিন্তু তাও ত্বকে জেল্লার দরকার পড়ে। ব্রণ না হলেও তৈলাক্ত ও নিস্তেজ ত্বক কারওই পছন্দ নয়। তাহলে উপায় কী?

অ্যালোভেরা জেলে এই উপাদান মিশিয়ে মাখলে গরমেও ত্বক থাকবে কুল

|

Mar 13, 2024 | 9:15 AM

যদি স্কিন কেয়ারে শুধু একটা পণ্য রাখতে বলা হয়, কোনটি বাছবেন? বেশিরভাগ মহিলার উত্তর হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল হল এমন একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ব্রণ, ফুসকুড়ির সমস্যা থেকে মুক্তি দেয়। এমনকি নিয়মিত অ্যালোভেরা জেল মাখলে বার্ধক্যের লক্ষণগুলো জোরাল হয় না। বয়স ১৫ হোক বা ৪৫, যে কেউ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।

রোজ অ্যালোভেরা জেল মাখলে আর কোনও প্রসাধনীর প্রয়োজন পড়ে না। কিন্তু তাও ত্বকে জেল্লার দরকার পড়ে। ব্রণ না হলেও তৈলাক্ত ও নিস্তেজ ত্বক কারওই পছন্দ নয়। তাছাড়া অ্যালোভেরা জেল মাখলে একটু বেশি সময় লাগে ফল পেতে। যাতে দ্রুত ফল পান এবং ত্বক জেল্লাদার হয়ে ওঠে, তার জন্য শুধু অ্যালোভেরা জেল মাখলে চলবে না। বরং, অ্যালোভেরা জেলে আর একটা উপাদান মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ফেলুন। আর এই উপাদানটি হল পাতিলেবুর রস।

অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাখলে ত্বক নিয়ে আর কোনও চিন্তা থাকবে না। অ্যালোভেরা জেলের মধ্যে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা ত্বককে পুষ্টি জোগায়। পাশাপাশি ত্বকে কোলাজেন গঠনে সহায়তা করে। এছাড়া এই ফেসপ্যাকের মধ্যে জলের পরিমাণ বেশি রয়েছে। এটি ত্বককে হাইড্রেট রাখে। অন্যদিকে, লেবুর রসের মধ্যে ভিটামিন সি রয়েছে, যা ত্বককে ফর্সা করে তোলে। অ্যালোভেরা জেল ও লেবুর রসের ফেসপ্যাক সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা মৃত কোষ পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

অ্যালোভেরা জেল ও লেবুর রসের ফেসপ্যাক: 

একটা অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। এবার এই তাজা অ্যালোভেরা জেল মিক্সারে দিয়ে জেল বানিয়ে নিন। এবার এতে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাক ফ্রিজে রেখে আইস কিউব বানিয়ে নিন।

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবার এই অ্যালোভেরা জেল ও লেবুর রস ফেসপ্যাক মুখে মাখুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর আবার মুখ ধুয়ে ফেলুন। একদম শেষে নাইট ক্রিম মেখে মুখ ধুয়ে ফেলুন। রোজ রাতে এই ফেসপ্যাক ব্যবহার করলে সকালে উঠে নিজেই তফাৎটা দেখতে পাবেন। এতে ওপেন পোরসের সমস্যা দূর হবে এবং তেলতেলে ভাব কমবে। পাশাপাশি ত্বকে পাবেন প্রাকৃতিক জেল্লা।