রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবিনি সম্ভব হবে কোনওদিন….
বেড়াতে যাওয়ার আগে সবার আগে ট্রেনের কথা ভাবেন তো? আর সেই সঙ্গে মাথায় গিজ গিজ করে সিনেমায় দেখা ট্রেনের সিলগুলো, তাই তো? জাব উই মেট, প্রাক্তন, চেন্নাই এক্সপ্রেস.. ট্রেনে চেপে বেড়াতে যেতে ভালবাসলে আপনার জন্য সবচেয়ে ভাল ডেস্টিনেশন জাপান। জাপানের এই চারটে জায়গায় রেললাইনের পাশের প্রাকৃতিক শোভা ট্রেন সফরকে আরও সুন্দর করে।
১) সানরিকু রেলওয়ে:
জাপানের অন্যতম সুন্দর একটি রেলওয়ে। ২০১১-এর ভূমিকম্পে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তারপর তিন বছর লাগে নতুন করে তৈরি করতে। তবে আগের চেয়ে আরও বেশি সুন্দর করে তৈরি করেছে জাপান। এখন বিশ্বের সবচেয়ে বেশি সুন্দর রেলওয়ে ট্র্যাক সানরিকু– যা সমুদ্রের মধ্যে দিয়ে চলে গিয়েছে।
২) ওইগাওয়া রেলওয়ে:
জাপান ট্রিপের সবচেয়ে বড় আকর্ষণ ওইগাওয়া রেলওয়ে। রংবেরঙের পাহাড়ের মধ্যে দিয়ে ঝরনা বয়ে গেছে। তার ওপরে ব্রিজ। তার মধ্যে দিয়ে চলেছে রেলগাড়ি। এর চেয়ে সুন্দর ট্রেন সফর আর কীই বা হতে পারে?
৩) কুরবে জর্জ রেলওয়ে:
সবুজ লেক এবং রঙিন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে হুডখোলা ট্রেন। স্বপ্ন নয়, সত্যিই আছে এই রকম রেলস্টেশন।
৪) হাকনে তোজ়ান রেলওয়ে:
আপনি যদি তাড়াহুড়োয় থাকেন, টোকিওতে একদিন বা দু-দিন কাটাতে পারেন, তবে এই ট্রেনই আপনার একমাত্র ভরসা। সবচেয়ে দ্রুত চলে এই ট্রেন। তবে আপনি এই ট্রেনে চলার সময় দু’পাশে শুধু দেখবেন রঙিন ফুল। গরমকালে এই ট্রেনযাত্রা আপনার মন ভাল করে দেবে।