Conservative Family: ‘আমার স্বামী লাল লিপস্টিক,স্কার্ট পরতে দেয় না’, কীভাবে বেরিয়ে আসব, পরামর্শ চাই

Relationship Tips: নিজের মত থাকুন, নিজের যা পছন্দ তাই-ই পরবেন। একথা স্পষ্ট ভাবে জানিয়ে দিন। যেখানে নিজের সম্মান নেই, সেখানে টিকে থাকারও কোনও প্রয়োজন নেই

Conservative Family: আমার স্বামী লাল লিপস্টিক,স্কার্ট পরতে দেয় না, কীভাবে বেরিয়ে আসব, পরামর্শ চাই
আমার স্বামীর সঙ্গে আর থাকতে চাই না

| Edited By: রেশমী প্রামাণিক

Sep 15, 2022 | 9:48 PM

আমি নানারকম ড্রেস এবং মিডি স্কার্ট পরতে ভীষণ পছন্দ করি। কিন্তু আমার স্বামী আমাকে কোনও রকম পোশাক পরতে উৎসাহ দেন না। ভীষণ রকম রক্ষণশীল। বিয়ের পর ওর এই মানসিকতা টের পাইনি। তখন আমায় বলেছিল, যে পোশাকে আমি স্বচ্ছন্দ্য সেই পোশাকই যেন পরি। তবে এর কিছুদিন পর থেকেই বুঝতে পারি যে আমাদের বিয়ে নিছকই একটি সাজানো ঘটনা। আমি কী পোশাক পরব তা আমার স্বামীই ঠিক করে দিতে সুরু করলেন। বলা ভাল, স্বামীর পছন্দমত পোশাক আমাকে পরতে হত। লাল বা বেগুনি রঙের লিপস্টিক পরতে দিতেন না। কারণ ওর মনে হয়েছিল এই সব রং পরপুরুষদের আকর্ষণের কারণ হতে পারে।

আমাকে খোলা চুলে বাইরে বেরোতে দিত না। এমনকী নিজের পছন্দের পারফিউমও ব্যবহার করতে পারি না। এমন পরিবেশে থাকতে হাঁপিয়ে উঠেছি। আমার শাশুড়ি নিজে লাল লিপস্টিক পরলেও ছেলের বৌ সাজগোজ করবে তা মেনে নিতে পারেন না। উল্টে আমাকে বাঁকা কথা শোনান। আমি মুক্তি চাই। দয়া করে সাহায্য করুন।

-নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

প্রথমেই স্বামীকে সরাসরি প্রশ্ন করুন, কেন তিনি বারবার এরকম কথা বলছেন? কোথায় তাঁর আপত্তি। কোনও সম্পর্কে যদি ভরসা আর বিশ্বাস হারিয়ে যায় তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনও অর্থ থাকে না। প্রত্যেক মানুষেরই স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সম্পর্কে যদি সেই বোঝাপড়াটাই না থাকে তাহলে আর কী-ই বা বাকি থাকল। বিয়ের প্রথম দিন থেকেই কেউ বিচ্ছেদের কথা ভাবেন না। নিজের যথাসাধ্য দিয়ে সকলেই চেষ্টা করেন সম্পর্কটি টিকিয়ে রাখতে। বিয়ে সারা জীবনের পথ চলার অঙ্গীকার। দুজনের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা থাকা কর্তব্য। সমাজ কী ভাববে, চারপাশের আর পাঁচজন কী ভাবছেন তাঁদের কে খুশি করে চলাটা বাস্তবসম্মত নয়।

যদি আপনার স্বামী বলেন যে পরিবার বা সমাজের কারণেই তাঁর এমন অজুহাত, আপত্তি তাহলে প্রথমেই তাঁকে স্পষ্ট জানিয়ে দিন যে, সমাজের কথা ভেবে আপনি তা পারবেন না। কারণ আপনি একজন স্বাধীন মানুষ এবং নিজের মত প্রকাশ করার ক্ষমতা রয়েছে। অন্য কোনও কারণকে ঢেকে রাখতেই যে এই লাল, বেগুনি লিপস্টিকের ধুয়ো ধরা হচ্ছে তা স্পষ্ট আপনার স্বামীর আচরণে। নিজের মত থাকুন, নিজের যা পছন্দ তাই-ই পরবেন। একথা স্পষ্ট ভাবে জানিয়ে দিন। যেখানে নিজের সম্মান নেই, সেখানে টিকে থাকারও কোনও প্রয়োজন নেই।