Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শহরে এল নতুন ফুড ডেলিভারি অ্যাপ ‘ফুজা’

মুঠোফোনের একটি ক্লিকেই হাজির হয়ে যাবে মনের মতন খাবার।শনিবার দুপুরে লঞ্চ হল ফুড ডেলিভারি অ্যাপ 'ফুজা'

শহরে এল নতুন ফুড ডেলিভারি অ্যাপ 'ফুজা'
ফুড ডেলিভারি অ্যাপ 'ফুজা'
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 6:23 PM

আপনি কি খুব খেতে ভালবাসেন? কিন্তু অতিমারির কারণে বাইরে যেতে কিন্তুকিন্তু করছেন।এবার আর আপনাকে কোথাও বেরোতে হবে না। ঘরে বসে মুঠোফোনের একটি ক্লিকেই হাজির হয়ে যাবে মনের মতন খাবার। খাদ্য রসিকদের মন ভাল করতেই এসে গেল নতুন ফুড ডেলিভারি অ্যাপ। নাম ‘ফুজা’ । শনিবার দুপুরে লঞ্চ হল এই অ্যাপ।

নানানরকমের পদের সঙ্গে পেয়ে যাবেন নিজের পছন্দসই রেস্তরাঁও। প্রত্যেকটি রেস্তরাঁর রিভিউ পড়ে, রেটিং দেখে এমনকি ডেলিভারি বয়এর রেটিং দেখে খাবার অর্ডার দিতে পারবেন কাস্টমাররা। শহরের যে কোনও প্রান্তে এই অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে অর্ডার। নিজের পছন্দসই শেফ কে বাছাই করার অপশনও থাকছে এই নতুন অ্যাপে। মনের মত খাবার ডেলিভারি করে খাদ্যরসিকদের মুখে যেমন হাসি ফোটাবে এই অ্যাপ, তেমনই যারা এই কোভিড পরস্থিতিতে হারিয়েছে নিজের কাজ সেইসব মানুষদের মুখেও ফোটাবে হাসি। তাদের কর্মসংস্থানের জোগান দেবে ফুজা ফুড’স প্রাইভেট লিমিটেড’ ।

আরও পড়ুনঃ‘তোমার মতো সুন্দর কোমর পেতে চাই’, কে বললেন সুহানাকে?

অ্যাপ লঞ্চের সময় ফুজার ম্যানেজিং ডিরেক্টর দিব্যেন্দু ব্যানার্জি বলেন কলকাতা এমন একটি শহর যেখানে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের খাবারের সম্ভার দেখা যায়। এখানকার ফুড কালচার সত্যিই উল্লেখযোগ্য। তাই এই শহরেই ফুজা’র শুভসূচণা করতে পেরে আমরা গর্বিত। প্রতি তিন মাস অন্তর নতুন নতুন শহরে এই অ্যাপকে আরও প্রসারিত করার ইচ্ছে আছে।আশা করা যায় এই অ্যাপ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অনেকের কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে” ।