ভারতের অচেনা কিছু রোম্যান্টিক জায়গা, প্যান্ডেমিকের পরেই একান্তে সময় কাটাতে চলে যান

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jun 04, 2021 | 10:20 PM

ঘন জঙ্গলের ভিতরে নিশ্তদ্ধতা এবং তার মধ্যেই আপনার থাকার রিসর্ট। কদিন শান্তি খুঁজে পেতে চলে যান সেখানে।

ভারতের অচেনা কিছু রোম্যান্টিক জায়গা, প্যান্ডেমিকের পরেই একান্তে সময় কাটাতে চলে যান

Follow Us

লকডাউনে বাড়িতে থেকে দাম্পত্য কলহ খুব বেড়েছে? প্যান্ডেমিকের পরেই দুয়ে মিলে ঘুরে আসুন কিছু রোম্যান্টিক জায়গায়। ভারতেই রয়েছে এইরকম কিছু অচেনা জায়গা, TV9 বাংলা আপনাকে দিচ্ছে তার হদিশ।

 

১) ভালপারাই, তামিলনাড়ু

কোয়েম্বাটুরে পাহাড়ের কোলে নির্জন এক গ্রাম ভালপারাই। ঘন জঙ্গলের ভিতরে নিশ্তদ্ধতা এবং তার মধ্যেই আপনার থাকার রিসর্ট। কদিন শান্তি খুঁজে পেতে চলে যান সেখানে।

 

২) কুর্গ, কর্ণাটক

দক্ষিণ ভারতের অপর একটি রোম্যান্টিক জায়গার নাম কুর্গ। এই জায়গাটি ‘হোম অব কফি’ বলেই পরিচিত। মূলত এই কফি ফার্মেই হবে আপনার থাকার ঠিকানা।

আরও পড়ুন: দুচাকায় ভর করে ভারত ভ্রমণের ইচ্ছে! দেশের কোন কোন শহর সাইকেল-বান্ধব, জেনে নিন আগে

৩) ডুয়ার্স, পশ্চিমবঙ্গ

হিমালয়ের পাদদেশে সুন্দর প্রকৃতির কোলে অবস্থিত ডুয়ার্স। জঙ্গলের পাশেই কদিন শান্ত প্রকৃতির রূপ খুঁজতে হলে আপনাকে যেতে হবে এখানে।

 

৪) কৌশানি, উত্তরাখণ্ড

কুমায়ূণ পাহাড়ের বুকে মেঘে ঢাকা সবুজের রাজ্য কৌশানি। লম্বা লম্বা পাহাড়ের মাঝে ছোট্ট ছোট্ট কটেজে টইটুম্বুর হয়ে আছে রং-বেরঙের অর্কিড এবং রঙিন প্রেম।

 

৫) পাঁচমারি, মধ্যপ্রদেশ

সাতপুরা পাহাড়ের রাণী বলা হয়ে থাকে পাঁচমারিকে। এই শহরের জঙ্গল, গুহা, প্রকৃতি কিংবা হাওয়ায় প্রেম ভেসে বেড়ায়, এতটাই রঙিন এই জায়গাটি।

 

 

 

Next Article