
প্রতি বছর শীত পড়লেই নতুন সোয়েটার কেনা সকলের পক্ষে সম্ভব না। এখনকার শীতকাল আগের মতো বহুদিন চলে না,আবার বেশী সোয়েটার আলমাড়িতে রাখাও অসুবিধার তাই অনেকের কাছেই আলাদা আলাদা সোয়েটার নেই। এক–দুটো সোয়েটারই ভরসা। ঠান্ডাও কমছে। কম ঠান্ডায় মোটা সোয়েটার কাজে লাগবে না। কিন্তু স্টাইল কি তাহলে থেমে যাবে?একেবারেই না। ফ্যাশন ট্রেন্ড বলছে, একটাই সোয়েটারে বানানো যায় পাঁচ রকম লুক।
শীতের ফ্যাশন নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
ফ্যাশন কলামিস্ট Jess Cartner-Morley বলেছেন যে একটা জাম্পার বা সোয়েটারকে বিভিন্ন উপায়ে লেয়ার করলে আপনি নতুন নতুন স্টাইল ক্রিয়েট করতে পারেন, আর এজন্য নতুন কাপড় কেনার দরকার পড়ে না। এভাবে লেয়ারিং–এর কারণে কম সোয়েটার থাকলেও স্টাইলের ঘাটতি হয় না।
অফিস রেডি লুক- ওপেন সোয়েটারের নিচে শার্ট বা টপ, সঙ্গে ট্রাউজার ও ক্লোজড জুতো পড়তে পারেন। সাথে হালকা জুয়েলারি পড়লে পরিপাটি, স্মার্ট লাগবে।
ক্যাজুয়াল ডে আউট- জিন্স আর স্নিকার্সের সঙ্গে ওই একই সোয়েটার টপের মত পড়তে পারেন হালকা শীতেও আরামদায়ক।
আড্ডা বা কফি ডেট- সোয়েটার ইন করে ওপর বেল্ট, সঙ্গে ক্রস-বডি ব্যাগ সাধারণ কিন্তু স্টাইলিশ।
ফিউশন লেয়ারিং- সোয়েটারের ওপর শ্রাগ বা লং জ্যাকেট, সঙ্গে স্কার্ফ শীতও সামলাবে, লুকও বদলাবে।
উইকএন্ড বা ট্রাভেল লুক- সোয়েটারের সঙ্গে ডেনিম জ্যাকেট, ফ্ল্যাট জুতো আর টোট ব্যাগ—হালকা শীতের জন্য একদম পারফেক্ট।
স্টাইলিস্টদের কথায়, এখন স্মার্ট লেয়ারিং ফ্যাশনের মূল বিষয়। কম পোশাক থাকলেও সঠিক মিক্স-অ্যান্ড-ম্যাচ জানলেই আলাদা আলাদা সোয়েটারের দরকার পড়ে না।
শীতের নতুন ফ্যাশন ফর্মুলা
এই শীতে আপনার আলমারিতে একটাই সোয়েটার থাকলেও, লুক কিন্তু পাঁচটা।