Beauty Tips: চুল পড়া থেকে বলিরেখা… সব সমস্যায় থানকুনিই এখন ভরসা

থানকুনির রস খেলে শুধু পেটের সমস্যাই ভ্যানিশ হয় না, এই পাতা রূপচর্চার দুনিয়াতেও বিরাট ভূমিকা রাখে। অনেকেই জানেন না থানকুনি পাতা দিয়ে ত্বক ও চুলের ভোল বদলে দেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

Beauty Tips: চুল পড়া থেকে বলিরেখা... সব সমস্যায় থানকুনিই এখন ভরসা
Beauty Tips: চুল পড়া থেকে বলিরেখা... সব সমস্যায় থানকুনিই এখন ভরসাImage Credit source: Pinterest

Oct 25, 2025 | 9:02 PM

ছোট্ট একখানা গাছ, ঘাস জাতীয় পাতাযুক্ত এই উদ্ভিদ নানা গ্রামের পুকুর বা জলা জমিতে দেখা যায়। কী সেই পাতা? অতি পরিচিত থানকুনি পাতা নিয়ে হচ্ছে কথা। ছোটবেলায় অনেকেই মা-ঠাকুমাদের মুখে শুনেছেন, ‘পেট খারাপ হলেই খাও থানকুনির রস।’ তবে থানকুনির রস খেলে শুধু পেটের সমস্যাই ভ্যানিশ হয় না, এই পাতা রূপচর্চার দুনিয়াতেও বিরাট ভূমিকা রাখে। অনেকেই জানেন না থানকুনি পাতা দিয়ে ত্বক ও চুলের ভোল বদলে দেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

থানকুনি যখন ত্বকের জন্য ভাল

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে দেখা দেয় নানা ধরনের পরিবর্তন। যেমন বলিরেখা, স্ট্রেচ মার্ক, চামড়ার টান-টান ভাব নষ্ট হয়ে যাওয়া। থানকুনির পাতায় পাওয়া যায় এমন উপাদান, যা ত্বকে নতুন কোলাজেন তৈরিতে সাহায্য করতে পারে। এই কোলাজেন উৎপাদন বাড়লে ত্বক তুলনায় ভালভাবে নিজেকে সামলাতে পারে। এটি ত্বকে মাখলে বা রস হিসেবে নিয়মিত খেলে স্ট্রেচ মার্ক কমাতে এবং ত্বককে তুলনায় বেশি বলিষ্ঠ রাখতে সাহায্য করে।

চুলের যত্নেও কাজে লাগে থানকুনি

চুল পড়া, চুল ঘন না হওয়ার সমস্যা আজকাল অনেকেরই। থানকুনি পাতার রস মাথার ত্বকে প্রয়োগ করলে রক্ত সঞ্চালন বাড়ে। যার ফলে চুলের ফলিকল সক্রিয় হতে পারে। নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া অকালপক্বতা আটকাতে সাহায্য করে। এবং আগাম চুল সাদা হয়ে যাওয়াও খানিকটা ধীর করে।

কীভাবে ব্যবহার করবেন?

থানকুনি পাতা ধুয়ে এর রস করে সপ্তাহে ২-৩ দিন তা খাওয়া যেতে পারে। ত্বকে লাগানো যেতে পারে। স্ক্যাল্পেও লাগানো যেতে পারে। যদি এলার্জি বা অন্য কোনও ত্বকের রোগ থাকে, তা হলে ব্যবহার করার আগে ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া ভাল।