
ব্যস্ত জীবন আর কাজের চাপে শরীর কি দিচ্ছে না? আধুনিক সময়ে ক্লান্তি আর দুর্বলতা এখন ঘরে ঘরে। এই সমস্যার সমাধানেই পতঞ্জলি আয়ুর্বেদ সামনে এনেছে তাদের বিশেষ দাওয়াই— ‘দিব্য যৌবনামৃত বটী’।
সংস্থার দাবি, এটি কেবল ওষুধ নয়, বরং শরীরের জন্য পুষ্টির উৎস। এই বটীতে রয়েছে জাফরান বা কেশর, স্বর্ণ ভস্ম, শতমূলী এবং অশ্বগন্ধার মতো শক্তিশালী উপাদান। বিশেষ করে প্রবীণদের শারীরিক সক্ষমতা ফেরাতে এবং মানসিক অবসাদ কমাতে এটি কার্যকর হতে পারে।
লেবেল অনুযায়ী, দিনে দুবার ১টি বা ২টি করে ট্যাবলেট দুধ বা জলের সঙ্গে খাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, বিজ্ঞাপন দেখে নিজে নিজে ওষুধ খাওয়া সবসময় নিরাপদ নয়।
বিশেষজ্ঞদের মতে, আয়ুর্বেদিক ওষুধ হলেও আপনার বর্তমান শারীরিক অবস্থা এবং অ্যালার্জির ইতিহাস খতিয়ে দেখা প্রয়োজন। তাই এই ওষুধ শুরু করার আগে একজন অভিজ্ঞ আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
বাজারের ভিড়ে সুস্থ থাকতে তথ্যের চেয়ে সতর্কতা বেশি জরুরি। সঠিক ডায়েট আর আয়ুর্বেদের সঠিক সমন্বয়ই হতে পারে আপনার আগামীর শক্তি।