AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: আপনার বাড়িতে ফোটা জুঁইয়ে লুকিয়ে ক্যানসারের ওষুধ! কীভাবে জানেন?

Patanjali: তবে জুঁইয়ে বিভিন্ন ধরণের হয়ে থাকে। যা ব্যাকটেরিয়া, ছত্রাক ও ফ্রি ব়্যাডিকেলের থেকে রক্ষা করতে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, এই গাছটির ব্যবহার সাধারণ ওষুধের থেকে অনেক নিরাপদ।

Patanjali: আপনার বাড়িতে ফোটা জুঁইয়ে লুকিয়ে ক্যানসারের ওষুধ! কীভাবে জানেন?
জুঁইImage Credit: Getty Image
| Updated on: Apr 27, 2025 | 5:12 PM
Share

নয়াদিল্লি: সময়ের সঙ্গে মানুষের শরীরে বেড়েছে রোগভোগের পরিমাণ। এখনকার দিনে প্রায় প্রতিটি মানুষের শরীরেই দুটো সমস্যা প্রচণ্ড লক্ষণীয়। একদিকে অতিরিক্ত ওষুধ খাওয়ার জেরে ওষুধগুলি নিজের কার্যক্ষমতা হারাচ্ছে। অন্যদিকে, নানাবিধ কারণে ক্ষতি হচ্ছে শরীরের নানা কোষের।

যার জেরে বার্ধক্যের পাশাপাশি হৃদরোগ ও ক্য়ান্সারের মতো সমস্য়াও বাড়ছে শরীরে। ফলত, শরীরে অ্যালোপ্যাথি ওষুধ কোনও কাজ করছে না বললেই চলে। কিন্তু এবার সেই সমস্যার সমাধান আনল পতঞ্জলি। তাদের গবেষণাতেই এল সমাধান।

সেই গবেষণায় দেখা গিয়েছে, আয়ুর্বেদে ব্যবহৃত জুঁই গাছের অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ও অক্সিডেটিভ স্ট্রেস উভয়ের বিরুদ্ধে লড়াই করে থাকে। তবে জুঁইয়ে বিভিন্ন ধরণের হয়ে থাকে। যা ব্যাকটেরিয়া, ছত্রাক ও ফ্রি ব়্যাডিকেলের থেকে রক্ষা করতে পারে। গবেষণায় আরও বলা হয়েছে, এই গাছটির ব্যবহার সাধারণ ওষুধের থেকে অনেক নিরাপদ।

জুঁইয়ের আরও বৈশিষ্ট্য

জুঁই Oleaceae পরিবারের অংশ। যার গোটা বিশ্বজুড়ে ১৯৭টি প্রজাতি রয়েছে। যেমন সুবাস, তেমনই আর্য়ুবেদিক গুণাবলি সম্পন্ন। যা চর্মরোগ, ফোঁড়া, চোখের রোগের জন্য ব্যবহৃত হয়। একই সাথে, এর পাতার ব্যবহার স্তন ক্যান্সারের মতো ব্যাধীকেও সারিয়ে তুলতে পারে।