Mussoorie: মুসৌরি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? পর্যটকদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে এল সরকার

Travel Tips: মুসৌরির সব হোটেল, গেস্ট হাউস ও হোমস্টে-কে পর্যটকদের তথ্য একটি নতুন ডিজিটাল পর্যটন পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই রেজিস্ট্রেশন চেক-ইনের সময়ই করতে হবে। নতুন এই নিয়মের মাধ্যমে পর্যটনের ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পর্যটন বিভাগ।

Mussoorie: মুসৌরি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? পর্যটকদের জন্য একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে এল সরকার

Aug 01, 2025 | 3:06 PM

ভারতে প্রথম সারির হিল স্টেশনগুলির কথা বললে যেগুলির কথা মনে পড়ে তার মধ্যে একটি হল মুসৌরি। মুসৌরি ভারতের অন্যতম মনোরম পাহাড়ি শহর হিসেবে পরিচিত। পর্যটকদের মধ্যে এই স্থান আবার ‘কুইন অফ হিলস’ নামে খ্যাত। একবার গেলে আর ইচ্ছে করে না ফিরতে। অতিরিক্ত ভিড়ের কারণে মুসৌরির প্রাকৃতিক সৌন্দর্য এখন চ্যালেঞ্জের মুখে। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে তাই উত্তরাখণ্ড পর্যটন বিভাগ নিয়ম আরও কড়াকড়ি চালু করেছে। কী সেই সব নতুন নিয়ম?

মুসৌরির সব হোটেল, গেস্ট হাউস ও হোমস্টে-কে পর্যটকদের তথ্য একটি নতুন ডিজিটাল পর্যটন পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই রেজিস্ট্রেশন চেক-ইনের সময়ই করতে হবে। নতুন এই নিয়মের মাধ্যমে পর্যটনের ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পর্যটন বিভাগ। এই সিদ্ধান্তটি ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল (NGT)-এর সাম্প্রতিক নির্দেশের উপর নির্ভর করেই নেওয়া হয়েছে।

নতুন নিয়ম কী কী?

১। নতুন নিয়ম অনুযায়ী, মুসৌরির সমস্ত থাকার জায়গার মালিক বা পরিচালনাকারীদের তথ্য জানাতে হবে।

২। সরকারি পর্যটন পোর্টালে তাঁদের সম্পত্তি রেজিস্টার করতে হবে।

৩। সম্পত্তির মালিকের নাম ও যোগাযোগ নম্বর জমা দিতে হবে।

৪। তাঁরা কী ধরনের আবাসন দিচ্ছেন, তা নির্দিষ্ট করতে হবে।

৫। সম্পত্তির নাম, ঘরের সংখ্যা ও মোট অতিথি ধারণক্ষমতা জানাতে হবে।

এই রেজিস্ট্রেশনের পর, অতিথিরা চেক-ইন করার সঙ্গে সঙ্গেই তাঁদের তথ্য পোর্টালে আপলোড করতে হবে। এর ফলে শহরে কতজন পর্যটক ঢুকছেন, তা রিয়েল-টাইমে ট্র্যাক করা সম্ভব হবে।

মুসৌরি ভ্রমণের পরিকল্পনা করছেন? নতুন কী কী নিয়ম মানতে হবে?

১। হোটেল রেজিস্ট্রেশনের পাশাপাশি, ব্যস্ত মৌসুমে মুসৌরিতে যাওয়ার আগে পর্যটকদের প্রি-রেজিস্ট্রেশন করতে হতে পারে।

একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে, যেখানে থাকবে: নাম, যোগাযোগের তথ্য, গাড়ির নম্বর, আবাসনের তথ্য, সফরের তারিখ।

২। দেশীয় পর্যটকরা মোবাইলে OTP পাবেন, বিদেশি পর্যটকরা OTP পাবেন ইমেইলের মাধ্যমে

৩। যাচাইয়ের পর একটি QR কোড তৈরি হবে, যা শহরের প্রবেশদ্বারে দেখাতে হবে

শুধু তাই নয়, কিমাড়ি, কেম্পটি ফলস এবং কুঠাল গেট-এর মতো চেকপয়েন্টে QR কোড স্ক্যান করা হবে এবং ANPR ক্যামেরার মাধ্যমে গাড়ির তথ্য যাচাই করা হবে। তবে এই নিয়ম শুধু ভীড়ের সময়ে কার্যকর হবে, সারা বছর নয়।

গত দুই বছরে মুসৌরিতে পর্যটকদের ভিড় দ্বিগুণ বেড়েছে। এর ফলে বড় ধরনের যানজট ও নিরাপত্তা সমস্যা দেখা দিচ্ছে। এই নতুন ব্যবস্থাগুলি মুসৌরি ভ্রমণের পরিকল্পনায় প্রভাব ফেলবে, তবে শহরের প্রাকৃতিক সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।