রাজস্থানে বেড়াতে যাবেন? জেনে নিন সেই রাজ্যের কোভিড বিধির তালিকা

aryama das |

May 08, 2021 | 6:39 PM

রাজস্থানে বেড়াতে যাওয়ার প্ল্যান বেশ কিছু মাসের জন্য পিছতে হবে আপনাকে।

রাজস্থানে বেড়াতে যাবেন? জেনে নিন সেই রাজ্যের কোভিড বিধির তালিকা

Follow Us

রাজস্থান সরকার ১০মে থেকে ২৪মে সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করেছেন রাজ্যে। দেশে কোভিড১৯-এর প্রকোপ উত্তোরত্তর বেড়ে চলার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত আলোচনা জানান লকডাউনের বিষয়টি। ১০ মে ভোর ৫টায় শুরু হবে এই লকডাউন, শেষ হবে ২৪মে-এর ভোর ৫টায়।

বিয়ে থেকে শুরু করে কোনও অনুষ্ঠান পালিত হতে পারবে না এই সময়ের মধ্যে। আপাতত ৩১মে রাজস্থানে কোনও বিয়ের উৎসব উজ্জাপন হবে না। শুধুমাত্র জরুরি সেবা খোলা থাকবে এই দিনগুলোতে। রাজস্থানের বড়ো হাভেলিতে বিয়ের স্বপ্ন দেখা তবে যাচ্ছে না এক্ষুনি। তবে পর্যটকদের জন্যও থাকছে বিশেষ কিছু নিয়ম।

রাজস্থান যাওয়ার আগে পর্যটকদের যে নিয়মগুলি মানতে হবে:

১) ১০মে থেকে ২৪মে রাজস্থানের ছোট-বড় সব ধর্মস্থান বন্ধ থাকবে।

২) শুধুমাত্র জরুরি পরিষেবায় পরিবহন নিয়োগ করা হবে। সরকারি কিংবা বেসরকারি, সব গাড়ির ক্ষেত্রে এক নিয়ম।

৩) খাবার এবং ওষুধসামগ্রী রাজ্যের সবপ্রান্তে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: সিকিম ১৬ই মে পর্যন্ত নাইট কার্ফু জারি করল রাজ্যজুড়ে

৪) রাজ্যের ভিতরেও নানা গ্রাম বা শহরের লোকজনের এক স্থান থেকে অন্যস্থানে যাওয়া কঠোরভাবে বারণ।

৫) রাজ্যের বাইরে থেকে আসা সব ব্যক্তির আরটিপিসিআর টেস্ট করা বাধ্যতামূলক। টেস্টে ফল পজিটিভ হলে তাঁকে ১৫দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

৬) কারখানার কর্মচারীদের জন্য এবং যাঁরা জরুরি পরিষেবায় কাজ করবে, তাঁদের জন্য স্পেশাল বাস চলবে।

রাজস্থানে দ্বিতীয় ঢেউয়ে এখনও অবধি ১৬১জন মারা গেছেন। তাই পাবলিকের জন্য একেবারেই রেড অ্যালার্ট জারি করেছে রাজস্থান সরকার। অতএব রাজস্থানে বেড়াতে যাওয়ার প্ল্যান বেশ কিছু মাসের জন্য পিছতে হবে আপনাকে।

 

 

 

 

Next Article