দূরত্বের কারণে সম্পর্কে সমস্যা! কিছু কথা মাথায় রাখলেই প্রেম হবে মধুর

নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখা জরুরি। কীভাবে বোঝাপড়া ঠিক রাখবেন, কিছু ছোট ছোট বিষয় নজর রাখা প্রয়োজন। কিছু বিষয় এড়িয়ে না যাওয়াই এক্ষেত্রে শ্রেয়। তাতে সম্পর্ক বেশ মজবুতই থাকে। 

দূরত্বের কারণে সম্পর্কে সমস্যা! কিছু কথা মাথায় রাখলেই প্রেম হবে মধুর

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 04, 2025 | 7:30 PM

লং ডিসট্যান্স রিলেশনশিপে হঠাৎ প্রয়োজনে সঙ্গীকে কাছে পাওয়া যায় না। একাকীত্ব বাড়ে। কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখা জরুরি। কীভাবে বোঝাপড়া ঠিক রাখবেন, কিছু ছোট ছোট বিষয় নজর রাখা প্রয়োজন। কিছু বিষয় এড়িয়ে না যাওয়াই এক্ষেত্রে শ্রেয়। তাতে সম্পর্ক বেশ মজবুতই থাকে।

কথা বলুন

লং ডিসট্যান্স রিলেশনশিপে কথা বলা একমাত্র সহজ উপায়। কথা বলার সুযোগ না হলে দিনভর অন্য কোনও ভাবেই কমিউনিকেট করুন। কিন্তু প্রিয়জনের সঙ্গে দিনান্তে অন্তত একবার কথা বলার মতো ভাল অপশন আর নেই। আর এখন তো সকলেই ডিজিটালি একে অপরের সঙ্গে যুক্ত থাকতে পারেন। অপশন প্রচুর। তাই ভার্চুয়াল যোগাযোগ মাস্ট।

ভুল বোঝাবুঝি নয়

একে অপরের থেকে দূরে থাকলে, ভুল বোঝাবুঝির সম্ভবনা অনেক বেশি তৈরি হতে পারে। ছোট ছোট বিষয়ে মান-অভিমান তো থাকবেই। কিন্তু ফোন ধরতে না পারলে, মেসেজের জবাব দিতে না পারলে যেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। একে অপরকে নিয়ে চিন্তার কারণেও অনেক সময় ফোন না ধরলে চিন্তা তৈরি হয় বটে। তবে সেই সুযোগ যাতে তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

সারপ্রাইজ ভিজিট

পরিকল্পনা মাফিক প্রিয়জনের সঙ্গে দেখা তো নিশ্চয়ই হয়। কিন্তু সারপ্রাইজ ভিজিট করুন। সঙ্গীকে না বলে প্ল্যান করতে পারেন। এতে সঙ্গীও খুশি হবেন, আবার সম্পর্কও মজবুত থাকবে।

অন্যের কথা প্রধান নয়

যেহেতু সঙ্গী আপনার কাছে নেই, তাই তৃতীয় কোনও ব্যক্তির থেকে সঙ্গী সম্পর্কে কিছু শুনলে তা আগে যাচাই করে নিন। প্রিয় মানুষটিকে সরাসরি প্রশ্ন করুন। অন্যের কথাকে প্রাধান্য দিয়ে নিজেদের সম্পর্ক নষ্ট করবেন না।