ভালবাসার মরশুমে শুধু লাল নয়, প্রিয় মানুষকে উপহার দিন নানা রঙের গোলাপ
তবে মনের মানুষকে কেবল গোলাপ উপহার দিলেই তো হবে না, বিভিন্ন রঙয়ের ফুলের বিভিন্ন মানেও তো জানতে হবে।
ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। রোম্যান্টিক মরশুমে উপরি পাওনা ভ্যালেন্টাইন সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র আগে এক সপ্তাহ জুড়ে রয়েছে বিভিন্ন স্পেশ্যাল দিন। আর এই ভ্যালেন্টাইন সপ্তাহের শুরু হয় ‘রোজ ডে’ দিয়ে। গোলাপ ফুল পছন্দ নয় এমন লোক নেহাতই হাতে গোনা। কাঁটা থাকা সত্ত্বেও গোলাপের মাহাত্ব্য প্রেমের ক্ষেত্রে বোধহয় সবচেয়ে বেশি। তাই ‘রোজ ডে’-তে অবশ্যই আপনার জীবনের বিশেষ প্রিয় মানুষকে উপহার দিন গোলাপ ফুল।
তবে মনের মানুষকে কেবল গোলাপ উপহার দিলেই তো হবে না, বিভিন্ন রঙয়ের ফুলের বিভিন্ন মানেও তো জানতে হবে। বলা হয়, প্রিয় মানুষটিকে গোলাপ উপহার দেওয়ার অর্থ ভালবাসার উদযাপন করা। তাই প্রেমের মরশুমে আজ ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’-তে জেনে নিন কোন রঙয়ের গোলাপ দেওয়ার আসল মানে কী।
লাল গোলাপ- ভালবাসার মানুষকে এমন রোম্যান্টিক মরশুমে উপহার দেওয়ার জন্য একটা লাল গোলাপের তোড়ার থেকে ভাল আর কিচ্ছু হতে পারে না। আর লাল গোলাপ কিন্তু প্রেমিক-প্রেমিকা দু’জনেরই পছন্দের। তাই ছেলে-মেয়ের ভেদাভেদ না রেখে নির্দ্বিধায় আপনার মনের মানুষকে আজকের দিনে উপহার দিয়েই ফেলুন এক গোছা লাল গোলাপ। আর বুঝিয়ে দিন মনের কথা। কারণ লাল গোলাপ দেওয়ার অর্থ নিজের সঙ্গীকে সরাসরি ভালবাসার কথা বলা। অর্থাৎ মুখে ‘আই লাভ ইউ’ বা ‘আমি তোমায় ভালবাসি’ না বললেও ওপারে থাকা মানুষটি বুঝে নেবেন সবটাই।
হলুদ গোলাপ- ফিল্মি কায়দায় বললে ‘প্যার দোস্তি হ্যায়’। শাহরুখ খানের বিখ্যাত সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর এই জনপ্রিয় সংলাপ বাস্তব জীবনেও বিশ্বাস করেন অনেকেই। তাই যাঁদের কাছে প্রেম মানে বন্ধুত্ব, তাঁরা অনায়াসেই মনের মানুষকে উপহার দিতে পারেন হলুদ গোলাপ।
সাদা গোলাপ- মূলত শান্তি বা পবিত্রতার প্রতীক হিসেবে সাদা গোলাপ কাউকে দেওয়া হয়। বিদেশে অনেক জায়গাতেই অন্ত্যেষ্টি ক্রিয়ায় সাদা গোলাপ দেওয়া হয়ে থাকে। তাই প্রেমের মরশুমে সাদা গোলাপ কাউকে উপহার না দেওয়াই ভাল।
মূলত, আমাদের দেশে এই তিন ধরণের গোলাপই বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও কমলা, গোলাপি এবং পিচ কালারের গোলাপও পাওয়া যায়। অনেকেই প্রিয়জনকে উপহার দিয়ে থাকেন এইসব রঙয়ের গোলাপ ফুল। এই সবকটি গোলাপই আদতে ভালবাসার প্রতীক। প্রেমের প্রথম অনুভূতি বোঝাতে দিতে পারেন পিচ রঙয়ের গোলাপ। আর যাঁরা মনেপ্রাণে ভীষণ রকম রোম্যান্টিক মানুষ তাঁরা লাল গোলাপের সঙ্গে মনের মানুষকে উপহার দিন কমলা আর গোলাপি রঙয়ের গোলাপও। নিঃসন্দেহে আপনার ভালবাসার রঙ আরও গাঢ় হবে। সম্পর্কের গভীরতাও বাড়বে।
অনেকে বলেন, ভালবাসার রঙ নাকি নীল। তাঁদের পছন্দের তালিকায় থাকে নীল বা ল্যাভেন্ডার রঙয়ের গোলাপ। যদিও চট করে এমন রঙয়ের গোলাপের খোঁজ পাওয়া মুশকিল। তবে খুঁজলে কী না পাওয়া যায়। আর বলিউডের রোম্যান্স কিং তো বলেইছেন, মন থেকে কিছু চাইলে প্রকৃতিও সেটা আপনার হাতে পৌঁছে দেবে। অতএব, এদিক-ওদিক খুঁজে জোগাড় করে ফেলুন নীল গোলাপ, আর উপহার দিন স্পেশ্যাল মানুষটিকে।