ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না, যদি এইভাবে ব্যবহার করেন কেশর

কাঁচা হলুদ, দুধ, মধু, বেসন, চন্দন, কেশর দিয়ে রূপচর্চার কোনও তুলনা বনেই। এতে ত্বক ভেতর থেকে ভাল থাকে। উজ্জ্বল দেখায়। এছাড়াও মুখের দাগ ছোপ দূর করে। ত্বকে বলিরেখা কিংবা বয়সের ছাপ পড়তে দেয় না।

ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না, যদি এইভাবে ব্যবহার করেন কেশর

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 30, 2025 | 4:22 PM

কেশর আদতে ফুলের রেনু। এর একটা সুমিষ্ট গন্ধও রয়েছে। রান্না থেকে রূপচর্চা সবেতেই দারুণ কাজে লাগে এই জাফরান। বিশ্বের সবথেকে বেশি জাফরান উৎপন্ন হয় ইরানে। তবে ব্যায় বহুল হওয়ার কারণে সবার পক্ষে সব সময় জাফরান ব্যবহার করা কিন্তু সহজ নয়।

সাধারণত ১ গ্রাম শুকনো জাফরান প্রস্তুত করতে প্রায় ১৫০-১৬০টি ফুল প্রয়োজন হয়। দামী এই মশলা খাবারকে যেমন সুস্বাদু করে তোলে, তেমনই নানা শারীরিক সমস্যা দূর করতে সাহায্য করে। যে কারণে জাফরানকে “রেড গোল্ড”ও বলা হয়।

জাফরানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। সর্দি কাশির পাশাপাশি হার্টের সমস্যা, ব্লাড সুগার, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। সব সময় বাজার চলতি যে কোনও প্রোডাক্টের থেকে ঘরোয়া উপকরণ অনেক ভাল হয়। কাঁচা হলুদ, দুধ, মধু, বেসন, চন্দন, কেশর দিয়ে রূপচর্চার কোনও তুলনা বনেই। এতে ত্বক ভেতর থেকে ভাল থাকে। উজ্জ্বল দেখায়। এছাড়াও মুখের দাগ ছোপ দূর করে। ত্বকে বলিরেখা কিংবা বয়সের ছাপ পড়তে দেয় না।

যে ভাবে কেশর ব্যবহার করে বানাবেন ফেসপ্যাক

*তিনটে কেশর নিয়ে দু চামচ দুধে ভিজিয়ে রাখুন। এরপর এর সঙ্গে চন্দন আর কাঁচা হলুদ ভাল করে মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকনো হলে ধুয়ে ফেলুন।

*আগের রাতে দুধে কেশর ভিজিয়ে রাখুন। সকালে ওর সঙ্গে এক চামচ মধু আর মুলতানি মাটি মিশিয়ে ভাল করে মুখে লাগান। শুকিয়ে গেলে ইষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল

*ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পরারেন টোনার। কাঁচা দুধে কয়েক দানা কেশর ফেলে ফ্রিজে রেখে দিন। রাতে তুলো ভিজিয়ে মুখ পরিষ্কার করুন। এতে ভাল যেমন পরিষ্কার হয় তেমনই ত্বক থাকে নরম।

*দু থেকে তিনটে কেশর, টকদই, বেসন, দুধের সর আর হাফ চামচ লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে নিন। স্নানের আগে পুরো শরীরে এই প্যাক লাগাতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ব্যাস এতেই কেল্লাফতে। খুলবে ত্বকের জেল্লা।