Black turtle neck top: হাইনেক বা রাউন্ড ফুলস্লিভ ব্ল্যাক টি-শার্টের সঙ্গে শাড়িতেই ফ্যাশন হোক বিয়েবাড়িতে
Winter Wedding: শীতের দিনে বিয়েবাড়ি পরলেই প্রথমে যা করতে হবে তা হল, অনলাইন থেকে অর্ডার করে ফেলুন টার্টল নেক ব্ল্যাক টপ। আবার হাই নেক ব্ল্যাক টপও পরতে পারেন। এই ব্ল্যাক টার্টেল নেক টপের সঙ্গে সিল্কের শাড়ি খুব সুন্দর ভাবে পরা যায়। এছাড়াও পরতে পারেন হ্যান্ডলুমের শাড়িও। সকালের দিকে নিমন্ত্রণ থাকলে এই কালো ব্লাউজের সঙ্গে হ্যান্ডলুমের শাড়ি পরতে পারেন

মাঘের পিঠে পর্ব মিটলেই শুরু হয় বিয়েবাড়ি। পৌষে তেমন জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। তবে পৌষের শেষে সকলের অনুরোধ রক্ষা করে জাঁকিয়ে পড়েছে শীত। শীত মানেই পার্টি-পিকনিকের ছড়াছড়ি। এছাড়াও শীতের দিনে জমিয়ে খাওয়া-দাওয়া করতে বেশ লাগে। সব বাড়িতেই এই সময় রকমারি খাবারও বানানো হয়। সেই তালিকায় পিঠে-পুলি-পায়েস-মাংস থেকে শুরু করে কত কিছুই না থাকে! সকাল থেকেই ঠান্ডা হাওয়া সেই সঙ্গে মেঘলা আবহাওয়া। একই সঙ্গে বৃষ্টিও ঝিরি ঝিরি পড়তে শুরু করেছে। একে ঠান্ডা তার উপর বৃষ্টি সব মিলিয়ে ব্যাপার বেশ জমাটি। এবার এই ঠান্ডায় নিমন্ত্রণ বাড়ি থাকলে সকলেই চিন্তায় পড়ে যান যে কেমন পোশাকে যাবেন সেখানে। পার্টি হলে তাও ওয়েস্টার্ন পরা যায় কিন্তু বিয়েবাড়ি হলে পছন্দের তালিকায় থাকে শাড়ি।
বন্ধু, আত্মীয়দের বিয়েবাড়ি হলে শাড়ি তো পরতেই হবে। এই ঠান্ডায় শাড়ি পরতে হবে শুনলে অনেকেই পিঠিয়ে যাচ্ছেন ভয়ে। আবার শাড়ির সঙ্গে সোয়েটার, শাল এসব মোটেই ভাল লাগে না। বলা ভাল জেন জেড-এর পছন্দ নয়। তবে চিন্তা নেই, শীতের বিয়েবাড়িও কাঁপিয়ে দিন শাড়িতে। রইল দারুণ টিপস। এভাবে শাড়ি পরলে সকলের বাহবা কুড়োতে পারবেন।
শীতের দিনে বিয়েবাড়ি পরলেই প্রথমে যা করতে হবে তা হল, অনলাইন থেকে অর্ডার করে ফেলুন টার্টল নেক ব্ল্যাক টপ। আবার হাই নেক ব্ল্যাক টপও পরতে পারেন। এই ব্ল্যাক টার্টেল নেক টপের সঙ্গে সিল্কের শাড়ি খুব সুন্দর ভাবে পরা যায়। এছাড়াও পরতে পারেন হ্যান্ডলুমের শাড়িও। সকালের দিকে নিমন্ত্রণ থাকলে এই কালো ব্লাউজের সঙ্গে হ্যান্ডলুমের শাড়ি পরতে পারেন। খুব সামান্য গয়না আর টিপে দারুণ লুক পাবেন। আবার বিয়েবাড়ি যদি রাতে থাকে তাহলে ট্র্যাডিশন্যাল সিল্কের সঙ্গে পরতে পারেন, আর এতে যেমন এলিগ্যান্ট লাগে তেমনই একটা স্মার্ট লুকও আসে। সামান্য মেকআপ, অক্সিডাইজের গয়নার সঙ্গে এই রকম শাড়ি স্টাইল দেখতে খুব সুন্দর লাগে। আর ফুলস্লিভ এই রকম টপের সঙ্গে অন্য কোনও শীতবস্ত্রের প্রয়োজন পড়ে না। টার্টল নেক ব্ল্যাক টপের সঙ্গে হালকা সিল্কের শাড়ি বেশি ভাল লাগে। এছাড়াও ডিজাইনার শাড়ির সঙ্গেও দেখতে ভাল লাগে এই ব্ল্যাক টপ। বিশেষত সিমার শেডের শাড়িও। আর তাই চিন্তা না করে সামনের বিয়েবাড়িতে এভাবেই হোক স্টাইলিং।
