Tips for Acne: এই কালো বীজই করবে কামাল, ব্রণ থেকে মুক্তি পেতে এভাবে ব্যবহার করুন…
Skin Care Tips: সব সময় যে বাজারের পণ্যে সমাধান মেলে তাও নয়। তবে হাতের কাছে আরও একটা উপায় রয়েছে। ব্রণ আটকাতে এই ফলের বীজ ব্যবহার করে দেখতেই পারেন। মিলতে পারে মুক্তি। কী ভাবে ব্যবহার করবেন, সেটিও জেনে নিন।

প্রত্যেকের ত্বকের ধরন আলাদা হয়। কারও ত্বক খসখসে, আবার কারও তৈলাক্ত। মুখের ত্বক বেশি তৈলাক্ত হলে ব্রণ দেখা দেয়। ঘাম, ধুলো মুখে আটকে গেলে সেগুলি ত্বকের ছোট ছোট ছিদ্রে প্রবেশ করার সম্ভাবনা বেশি থাকে। ব্রণ মুখের সৌন্দর্য নষ্ট করে। সকলের কাছেই অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়। বাজার থেকে নানা সামগ্রী কিনে ব্রণ দূর করার বা আটকানোর চেষ্টা করেন। সব সময় যে বাজারের পণ্যে সমাধান মেলে তাও নয়। তবে হাতের কাছে আরও একটা উপায় রয়েছে। ব্রণ আটকাতে এই ফলের বীজ ব্যবহার করে দেখতেই পারেন। মিলতে পারে মুক্তি। কী ভাবে ব্যবহার করবেন, সেটিও জেনে নিন।
ব্রণ থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন পেঁপের বীজ। এই কালো বীজই করতে পারে কামাল। কী ভাবে ব্যবহার করবেন? এর অনেকগুলো বিকল্প রয়েছে।
পেঁপে বীজ মিক্সার গ্রাইন্ডার বা শিল নোড়ায় বেটে নিতে পারেন। এবার সেটি মুখে, বিশেষ করে ব্রণগুলি এবং তার আশপাশে খুব ধীরে ধীরে মাখুন। অন্তত ১৫ থেকে ২০ মিনিট এভাবেই রেখে দিন। তারপর সামান্য গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। পেঁপের বীজ ব্রণর ব্যাকটেরিয়াগুলোকে প্রতিহত করতে সাহায্য করে। সংক্রমণও কমায়।
পেঁপে বীজের সঙ্গে মধু মিশিয়ে বিশেষ ফেস প্যাক: পেঁপে বীজের পেস্টের সঙ্গে মিশিয়ে দিন মধু। সেটাকে ভালো করে মেশান। এই মিশ্রণ দিয়ে আলতো করে মুখে মালিশ করুন। মধু ত্বককে ময়েশ্চারাইজ করে এবং পেঁপে বীজ ত্বককে টানটান করে তুলতে সাহায্য করে। মিনিট কুড়ি মিশ্রণটি লাগিয়ে রাখুন। এরপর হালকা গরম জয় দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
পেঁপে বীজ দিয়ে তৈরি করতে পারেন স্ক্রাবও। পেঁপের বীজ গুড়ো করে এতে সামান্য জল বা মধু মেশান। ভালো করে মিশে গেলে ধীরে ধীরে মুখে মাখুন। হালকা মালিশও করতে পারেন। পরে ধুয়ে ফেলুন। ব্রণ আটকানোর পাশাপাশি ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে।
আরও একটি উপায়ে পেঁপের বীজ ব্যবহার করতে পারে। পেঁপে বীজ এবং দুধের ফেস প্যাকয। প্রথমে পেঁপে বীজ পেস্ট করুন। তাতে সামান্য দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে মাখুন। কিছুক্ষণ পরে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে পুষ্টি সরবরাহ করে, ত্বক নরম থাকে, যৌবন ধরে রাখতেও সাহায্য করে। আকর্ষণীয় করে তোলে।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনে শুধুমাত্র তথ্য জানানোই উদ্দেশ্য। ব্রণ থেকে অন্য কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।
