
বরাবরই প্রেমের জোয়ারে ভাসতে ভালবাসেন সোহিনী সরকার। বেশ কিছুদিন আগে তাঁর সঙ্গে শোভন গাঙ্গুলির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জনে সরাসরি মুখ না খুললেও নিজেদের একসঙ্গে ছবি পোস্ট করে তা যে সত্যি এমনটায় সায় দিয়েছেন। এরপর থেকে একসঙ্গে বেশ কিছু ছবি দেখা গিয়েছে তাঁদের। কোনও জায়গায় ঘুরতে গিয়েও একসঙ্গে ছবি পোস্ট না করলেও একই রকম বি পোস্ট করেছেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে কুরুশের ব্রালেট পরা একাধিক ছবি শেয়ার করেছেন সোহিনী। পাহাড়-সমুদ্রের মেলবন্ধনে সেই ছবিতে ভালবাসা উড়িয়ে দিচ্ছেন সোহিনী। বেশ কয়েক বছর ধরে ফ্যাশন ট্রেন্ডে রয়েছে কুরুশের পোশাক। কুরুশের বিকিনি থেকে শুরু করে ক্রপ টপ-রয়েছে ফ্যাশনের ট্রেন্ডিংয়ে। হলিউড থেকে টলিউড- সকলেই প্রেমে পড়েছেন এই কুরুশের কাজের।
সমুদ্রের ধারে কোথাও বেড়াতে গেলেই অধিকাংশ বেছে নিচ্ছেন এমন স্টাইলের বিকিনি। আজ নয়, বহু বছর আগে থেকেই ফ্যাশনে জনপ্রিয় এই কুরুশের কাজ। বাড়ির মাসি-দিদিরা দারুণ সব কুরুশের কাজ করতেন। সোয়েটার, পঞ্চু, টেবিলক্লথ, ম্যাট, মাফলার কত কিছুই না বানাতেন। এমনকী বানানো হত ঘর সাজানোর জিনিসপত্রও। সেই ট্রেন্ড আবারও ফিরে এসেছে। এখন এমন অনেকেই আছেন যাঁরা কুরুশের কাজের প্রশিক্ষণ দেন। সমুদ্রের ধারে বিশেষ করে দেখা মেলে কুরুশের এই সব পোশাকের।
বরাবরই সোহিনী একটু অন্যরকম পোশাক পরতে ভালবাসেন। খুব নিয়ম মেনে যে তিনি পোশাক পরেন, ফ্যাশন করেন এমনটা নয়। বরং নিজের যেমন ইচ্ছে সেই রকমই পোশাক বেছে নেন তিনি। শাড়ি পরতে ভালবাসেন, আবার ওয়েস্টার্নেও তাঁকে মন্দ লাগে না। সোহিনীর মেকআপ সাধারণ, পোশাকও সাদামাটা। কিন্তু তাঁর মধ্যে আত্মবিশ্বাস ভরপুর। আর তাই যে কোনও পোশাকেই অসাধারণ দেখতে লাগে তাঁকে। সম্প্রতি হল্টার নেক ব্রালেটে দারুণ কিছু ছবি শেয়ার করলেন সোহিনী। খোলা চুল, চোখে কাজল, হাতে শাঁখায় দারুণ সেজেছেন তিনি। বাঙালিদের এই ট্র্যাডিশন্যাল শাঁখা দিয়ে দারুণ সুন্দর স্টাইলিং করেছেন তিনি। সবথেকে বেশি নজর কাড়ল সোহিনীর নথ। সোহিনীর হাসি এমনিই মিষ্টি, নথ পরে হাসতে তাঁকে যেন আরও বেশি সুন্দর লাগছে।