Summer Fashion: ট্রেন্ডে গা ভাসানো নয়, অড ভুলে ইভেন স্টাইলেই সামারকে বলুন স্বাগত

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 11, 2022 | 6:31 PM

Fashion Trend- গরম মানেই নয়া ট্রেন্ডে গা ভাসিয়ে পকেট খালি করে ফেলা নয়, বরং হাল ফ্যাশন থেকে বিরতি নিয়ে সহজ লুকে মেলে ধরাই ভিড় থেকে আলাদা করতে পারে আপনাকে।

Summer Fashion: ট্রেন্ডে গা ভাসানো নয়, অড ভুলে ইভেন স্টাইলেই সামারকে বলুন স্বাগত

Follow Us

প্রতি বছর, প্রতিটা সিজন, কিংবা যে কোনও সেলিব্রেশন মুডে নয়া নয়া ফ্যাশন ট্রেন্ডে গা ভাসিয়ে ভাইরাল হয়ে থাকে সেলেব মহল। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই সকল পোশাকই হাটে বাজারে বিকতে থাকে রাতারাতি, নিজেকে আরও সুন্দর ও ট্রেন্ডি করে তুলতে সেই সকল পোশাক নিজের কালেকশনে সংগ্রহ করে রাখার সমস্যা দুই। প্রথমত, বছর পড়তেই হাল ফ্যাশনের সংজ্ঞা থেকে তা বাদ পড়তে থাকে, আর বেশ খরচ সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায় প্রতিটা ট্রেন্ডে নিজেকে সাজিয়ে তোলা। বছর ঘুরতেই হয়ে যায় ব্যাকডেটেড। সমস্যা শুরু সেখান থেকেই।

এবার উপায়, খুব সহজ ও সরল ভাষায় বলতে গেলে সহজ থাকাই সহজ উপায়, অর্থাৎ গরম মানেই হালকা পোশাক হালকা রঙ, ও সুতির প্রতি অমোঘ টান। আর সেই পোশকগুলোকেই তাক থেকে নামিয়ে নিজের কালেকশনের নতুন লিস্টে যুক্ত করলে মন্দ হয় না। কারণ বর্তমান ট্রেন্ডে জড়িয়ে পড়েছে সাবেকিয়ানা। সাদা বা হালকা রঙের পোশাক, ওয়ানপিস কিংবা কাফতান, কুর্তি, সঙ্গে হালকা সাজ আর সিম্পল লুক, ট্রেন্ডে বরং এটাই হোক আপনার স্টাইল।

দেখতে দেখতে গরম হাজির, আর এই সময় ফ্যাশন নিয়ে বেজায় মাথাব্যাথা দেখা যায়। কারণ সব রকমের পোশাক এই সময় বহন করা সম্ভবপর নয়, আবহাওয়ার সঙ্গে ত্বকের সংযোগে সব রকমের মেটেরিয়াইলও পরা সম্ভবপর হয়ে ওঠে না। এই সময় তাই পটেক খালি করে শপিং করতে বেরিয়ে পড়া মানেই কিন্তু মস্ত ভুল। শাড়ি কিংবা হালকা রঙা কুর্তি, পালাজো কিংবা জাম্পার, সবই চলতে পারে, যদি সেই পোশাক আত্মবিশ্বাসের সঙ্গে বহন করা যায়। সেলেব মহলের ফ্যাশন স্টেটমেন্টে যদি নজর রাখা যায়, তবে সেই একই ইঙ্গিত মিলবে, সকলেই গ্রীষ্মের পোশাকে ছিম-ছাম লুকই পছন্দ করে থাকেন, আর বর্তমানে ভেবে দেখলে সেটাই ট্রেন্ড সেটার। তবে এই সময় ত্বকের প্রতি বেশি যত্নশীল হওয়াটা বাঞ্ছনীয়। তাই খোলামেলা পোশাক পরার বিষয় সচেতন হতে হবে বইকি।

Next Article