পাহাড়ি ঝরনার ঝমঝম ছন্দে তৈরি হয়েছে শত শত গান-কবিতা। পাহাড়ি ঝরনাকে নিয়ে বাঙালির আবেগের অন্ত নেই। পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছেন, অর ঝরনার শব্দ শুনতে পাচ্ছেন। যত কাছে যাচ্ছেন.. ততই প্রবল হচ্ছে ঝরনার আওয়াজ.. এর সঙ্গে অন্যকিছুর তুলনাই হয় না। ঝরনার মতো এমন রোমাঞ্চকর প্রাকৃতিক শোভা খুব কম দেখা যায় পৃথিবীতে। কিছু সুন্দর ঝরনা এবং ঝরনার নীচে সুসজ্জিত হ্রদ পর্যটকদের আকর্ষণ করবে। এমন অনেক রাস্তা যা সুন্দর ঝরনার পাশ দিয়ে চলে গিয়েছে, এইসব রাস্তা দিয়ে ভ্রমণ মানেই রোমাঞ্চ।
১) কাঞ্চিকাল ফলস
কর্ণাটকের শিমোগা-উদোপী বর্ডারে কাঞ্চিকাল ফলস অবস্থিত। উচ্চতার দিক থেকে বিশ্বের ১১৬তম স্থানে রয়েছে এই ঝরনা। সবুজে ঘেরা অঞ্চলের মাঝে এক নৈসর্গিক সুন্দর কাঞ্চিকাল ফলস অবস্থিত।
২) বারেহিপানি ফলস
ওড়িশাতে ভারতের দ্বিতীয় উচ্চতম ফলস বারেহিপানি অবস্থিত। চারদিকে সবুজে ঘেরা অঞ্চলের মধ্যে দিয়ে ঝরনার প্রাকৃতিক শোভা দেখার মতো। এখানে প্রি-ওয়েডিং শ্যুটে যান যুগলেরা।
৩) নোহকালিকাই ফলস
মেঘালয়ের চেরাপুঞ্জিতে নোহকালিকাই ফলস অবস্থিত। ভারতের সর্বোচ্চ ঝরনা এটি। সারা অঞ্চলে গরমকালে এই ঝরনা থেকেই বিদ্যুৎ উৎপাদন হয়।
৪) মৌসুমী ফলস
চেরাপুঞ্জির সবচেয়ে জনপ্রিয় ঝরনা হল মৌসুমী ফলস। একে সেভেন সিস্টারস ফলসও বলা হয়। বর্ষাকালে এই জলপ্রপাতে জল এত বেশি হয় যে বন্যা হয়ে যায়। এই জল চাষের কাজে লাগে।
৫) দুধসাগর ফলস
দুধসাগর ফলস চার স্তরের একটি জলপ্রপাত। এটি গোয়ায় অবস্থিত। এই জলপ্রপাত দেখতে একদম সাদা দুধের মতো, তাই এর নাম দুধসাগর। কর্ণাটক এবং গোয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত জলপ্রপাতটি।