প্রেম দিবসে স্বামীকে খুশি করতে বিশেষ উদ্যোগ স্ত্রীর! ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ দেখে মুগ্ধ নেটপাড়া
রোজ ডে, প্রোপোড ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিশ ডে আর সবশেষে ভ্য়ালেন্টাইন। এই প্রতিটা দিনই সঙ্গীকে একটু স্পেশাল ফিল করাতে অনেকেই নানারকম প্ল্য়ান করে থাকেন। তবে এক মহিলা ভ্যালেন্টাইন উপলক্ষে এমন উদ্যোগ নিলেন, যা দেখে একেবারে হতবাক নেটপাড়া।

অনেকে মনে করেন, এসব প্রেম সপ্তাহ, প্রেম দিবস বলে কিছুই হয় না। প্রেম ব্য়াপারটা একেবারেই রোজ রোজ। তবে অনেকের কাছে, প্রেম রোজ থাকলেও, একটা বিশেষ দিন, বিশেষভাবে হলে ক্ষতি কি? আর তাই তো গত ৭ ফেব্রুয়ারি থেকে গোটা দুনিয়ায় পালন করা হয় প্রেম সপ্তাহ। রোজ ডে, প্রোপোড ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিশ ডে আর সবশেষে ভ্য়ালেন্টাইন। এই প্রতিটা দিনই সঙ্গীকে একটু স্পেশাল ফিল করাতে অনেকেই নানারকম প্ল্য়ান করে থাকেন। তবে এক মহিলা ভ্যালেন্টাইন উপলক্ষে এমন উদ্যোগ নিলেন, যা দেখে একেবারে হতবাক নেটপাড়া।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক মহিলা তাঁর স্বামীর জন্য দুটো ধরনের পরোটা বানিয়েছেন। একটির রং গোলাপি ও আরেকটি একেবারে চকোলেট রঙের। তবে হ্যাঁ, দুটো পরোটার একেবারে মধ্যিখানে ছোট মাপের হৃদয় আকারের পরোটাও সেঁটে দিয়েছেন মহিলা। প্রেম সপ্তাহে স্ত্রীয়ের হাত থেকে এমন উপহার পেয়ে স্বামী একেবারে আপ্লুত।
View this post on Instagram
তবে শুধু স্বামীই নয়, এই পরোটার ভিডিয়ো দেখে নেটপাড়া বলছে, একেই বলে প্রেম। মহিলা শুধু চমকই দেননি। এই স্পেশাল পরোটার মধ্যে দিয়ে অন্তরের ভালোবাসাকেই উজার করে দিয়েছেন। দেখুন সেই ভাইরাল ভিডিয়ো।





