বাঁচবে মুঠো-মুঠো টাকা, এবার চোখ বন্ধ করে ভরসা রাখুন ঘরোয়া স্ক্রাবে

তাঁদের ভরসা আবার পার্লার। তবে অনেকসময়ই পার্লারে এক গাদা টাকা খরচ করলেও লাভের লাভ কিছু হয় না। তাই এবার চোখ বন্ধ করে ভরসা রাখুন ঘরোয়া কিছু স্ক্রাবে।

বাঁচবে মুঠো-মুঠো টাকা, এবার চোখ বন্ধ করে ভরসা রাখুন ঘরোয়া স্ক্রাবে

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 29, 2025 | 3:01 PM

রূপচর্চায় সুনাম রয়েছে মহিলাদের। দিনের বেশ কিছুটা সময় তাঁরা কাজের ফাঁক থেকে ঠিক সময় বের করে নেন রূপচর্চার জন্য। অনেকে আবার সময়ের অভাবে বাড়িতে রূপচর্চা করার সুযোগ পান না। তাঁদের ভরসা আবার পার্লার। তবে অনেকসময়ই পার্লারে এক গাদা টাকা খরচ করলেও লাভের লাভ কিছু হয় না। তাই এবার চোখ বন্ধ করে ভরসা রাখুন ঘরোয়া কিছু স্ক্রাবে।

স্ক্রাব করা ত্বকের জন্য ভীষণ জরুরি। এতে ত্বক ভাল থাকে, ত্বকের মৃতকোষ ও ময়লা দূর হয়। বাজার চলতি স্ক্রাবের উপর ভরসা না করে বাড়িতেই বানিয়ে নিন কিছু স্ক্রাব। জেনে নিন কীভাবে বানাবেন ও ব্যবহার করবেন…

কফি স্ক্রাব- কফি ত্বকের জন্য ভীষণ ভাল একটি উপাদান। এতে ক্যাফেইন রয়েছে। যা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। কিছু না সামান্য জলে এক চামচ কফি দিয়ে গুলে নিন। এবার তা স্ক্রাবের মতো করে ব্যবহার করুন।

হলুদের স্ক্রাব- ত্বকের যত্নে যুগ-যুগ ধরে ব্যবহার হয়ে আসছে হলুদ। ত্বকের দাগছোপ মিটিয়ে জেল্লাদার বানাতে এর জুড়ি নেই। বেশি কিছু না কিছুটা হলুদ বেটে নিন। এবার তাতে একটু মধু ও দিয়ে স্ক্রাবিং করুন। ফল পাবেন।

টমেটো স্ক্রাব- টমেটোতে রয়েছে লাইকোপিন। যা ত্বকের যত্নে ব্যবহার করা হয়। হাতে এক টুকরো টমেটো নিন এবার তা স্ক্রাব করার মতো করে ত্বকে ঘষে নিলেই কাজ শেষ।

টকদইয়ের স্ক্রাব- স্ক্রাবিং-এর জন্য ব্যবহার করতে পারেন টকদইও। কয়েক চামচ টকদই নিন। তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্ক্রাব করে নিন।

ওটস স্ক্রাব- এছাড়াও ব্যবহার করতে পারেন ওটস স্ক্রাব। কয়েক চামচ ওটসের মধ্যে মধু ও গোলাপ জল মেশান। এবার তা দিয়ে স্ক্রাব করে নিন। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের জন্য ভীষণ ভাল এই স্ক্রাব।