অফিস থেকে ফিরেই বিয়ে বাড়ি ছুটতে হবে? ১৫ মিনিটে ত্বকের জেল্লা ফিরবে এই ৩ প্যাকে

megha |

Jan 23, 2024 | 12:39 PM

Face packs for instant glow: মেকআপ দিয়ে অনেকাংশে ত্বকের খুঁত ঢেকে ফেলা যায় ঠিকই, কিন্তু প্রাকৃতিক জেল্লা না থাকলে সব পরিশ্রম বৃথা। তাই বিয়ে বাড়ি যাওয়ার আগে মুখের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনুন ঘরে বসে। হাতে ২০-২৫ মিনিট সময় থাকলেই আপনি পেয়ে যাবেন ঝলমলে ত্বক।

অফিস থেকে ফিরেই বিয়ে বাড়ি ছুটতে হবে? ১৫ মিনিটে ত্বকের জেল্লা ফিরবে এই ৩ প্যাকে

Follow Us

চলছে বিয়ের মরশুম। এছাড়া শীতের আমেজে চড়ুইভাতি, মেলা—একের পর এক চলতেই থাকছে। কিন্তু আপনার অফিস ছুটি নেই। তার সঙ্গে বাড়িরও কাজ অনেক। পার্লারে যাওয়ার সময় হয়ে ওঠে না। এমনকি নিজের দিকে তাকানোরও সময় নেই। কিন্তু বিয়ে বাড়ি পড়লে একটু সাজগোজ তো করতেই হয়। কিছু না হলেও আইব্রো সেট করা, ত্বক থেকে ট্যান তোলার মতো কাজগুলো না করলে মুখে জেল্লা আসে না। মেকআপ দিয়ে অনেকাংশে ত্বকের খুঁত ঢেকে ফেলা যায় ঠিকই, কিন্তু প্রাকৃতিক জেল্লা না থাকলে সব পরিশ্রম বৃথা। তাই বিয়ে বাড়ি যাওয়ার আগে মুখের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনুন ঘরে বসে। হাতে ২০-২৫ মিনিট সময় থাকলেই আপনি পেয়ে যাবেন ঝলমলে ত্বক।

১) যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরাও শীতে জেল্লা হারিয়ে ফেলে। তৈলাক্ত ত্বকে জেল্লা ফেরাতে হলে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করুন। ১ টেবিল চামচ মুলতানি মাটি নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিন। এবার দুধ কিংবা গোলাপ জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই ফেসপ্যাকে মুখে মেখে ১৫-২০ মিনিট বসে থাকুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২) ত্বকে জেল্লা ফেরাতে হলুদের মতো কার্যকর প্রাকৃতিক উপাদান খুব কম রয়েছে। ১ চামচ বেসন, এক চিমটে হলুদ এবং পরিমাণমতো কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে ফেলুন। প্রথমে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর এই ফেসপ্যাক মুখে লাগিয়ে নিন। ফেসপ্যাক শুকিয়ে গেলে ভিজে হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ট্যান তুলে দেবে। তার সঙ্গে শীতের শুষ্কভাবকেও দূর করবে।

৩) শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়। এই কারণে ত্বক সবচেয়ে বেশি নিস্তেজ ও জেল্লাহীন দেখায়। তাই শীতকালে ত্বকের জেল্লা ফেরানোর জন্য এক চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ মধু ও এক চামচ গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। টক দই ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে আর্দ্রতা জোগায় মধু। এই ফেসপ্যাক ব্যবহার করার পর দেখবেন ত্বক জেল্লাদার দেখাচ্ছে।

Next Article