নারী-পুরুষ নির্বিশেষে ভুগছে চুল পড়ার সমস্যায়। বর্ষায় অনেকেরই চুল পড়ে। কিন্তু বর্ষার পড়েও অঝোরে চুল ঝরার সমস্যায় ভোগেন। এরকম চলতে থাকলে খুব দ্রুত টাক দেখা যাবে। কিন্তু এই অতিরিক্ত চুল কেন পড়ছে তা কি জানেন? বংশগত সমস্যা, বয়সজনিত কারণ, এমনকি হরমোনের সমস্যার কারণে চুল পড়ে। আবার আপনার দেহে যদি পুষ্টির ঘাটতি থাকে, তখনও চুল পড়তে থাকে। আবার চুলের অনিয়মও চুল পড়ার অন্যতম বড় কারণ। কারণ যা-ই হোক না কেন, চুল পড়ার সমাধান খুঁজে পেতে পারেন তেলের মধ্যে। এমন বেশ কয়েকটি প্রাকৃতিক তেল রয়েছে, যা চুলের সমস্যা দূর করতে সহায়ক।
নারকেল তেল
চুলের হাজারো সমস্যার সমাধান রয়েছে নারকেল তেলের মধ্যে। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে নারকেল তেলে। নিয়মিত চুলে নারকেল তেল মাখলে যেমন চুল পড়া বন্ধ হয়, তেমনই পাবেন নরম ও কোমল চুল। নারকেল তেল চুলের রুক্ষ ও শুষ্ক ভাবকে দূর করতে সাহায্য করে।
ক্যাস্টর অয়েল
আমন্ড অয়েল
আমন্ড অয়েলের মধ্যে ভিটামিন ই, ডি-এর মতো উপাদান রয়েছে। এগুলো চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। হঠাৎ করে চুল পড়া শুরু হলে মাথায় আমন্ড অয়েল মাখতে পারেন। নিয়মিত চুলে আমন্ড অয়েল মালিশ চুলের জেল্লা বাড়বে। পাশাপাশি ফ্রিজি হেয়ার ও শুষ্ক চুলের সমস্যা দূর হবে।