Kitchen Hacks: চিমনির তেল তুলতে গিয়ে নাজেহাল অবস্থা? চিন্তার কোনও কারণ নেই , রইল ৫ মিনিটে পরিষ্কারের হ্যাক

Kitchen Hacks: একটি বড় পাত্রে গরম জল নিন। এতে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। একটি স্পঞ্জ বা কাপড় ওই মিশ্রণে ভিজিয়ে তেলের অংশে ঘষে পরিষ্কার করুন। গরম জল তেল গলাতে সাহায্য করে, আর ভিনেগার তেল ভাঙে। 

Kitchen Hacks: চিমনির তেল তুলতে গিয়ে নাজেহাল অবস্থা? চিন্তার কোনও কারণ নেই , রইল ৫ মিনিটে পরিষ্কারের হ্যাক

Apr 30, 2025 | 9:19 PM

রান্নাঘরের চিমনিতে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করা অনেকের কাছেই ঝামেলার মনে হয়। তবে কিছু সহজ ঘরোয়া উপায়ে মাত্র ১০ মিনিটে আপনি চিমনির তেল পরিষ্কার করতে পারেন। কী ভাবে দেখে নিন –

১. গরম জল ও ভিনেগার ব্যবহার করুন –

একটি বড় পাত্রে গরম জল নিন। এতে আধা কাপ সাদা ভিনেগার মিশিয়ে নিন। একটি স্পঞ্জ বা কাপড় ওই মিশ্রণে ভিজিয়ে তেলের অংশে ঘষে পরিষ্কার করুন। গরম জল তেল গলাতে সাহায্য করে, আর ভিনেগার তেল ভাঙে।

২. বেকিং সোডা ব্যবহার করুন –

বেকিং সোডা চিমনির তেল ও দাগ পরিষ্কারে খুব কার্যকর। ২ চামচ বেকিং সোডার সঙ্গে সামান্য জলে মিশিয়ে পেস্ট তৈরি করুন।  এটি তেল-মাখা জায়গায় লাগিয়ে স্ক্রাবার দিয়ে ঘষে নিন। এরপর গরম জল দিয়ে মুছে ফেলুন।

৩. লিকুইড ডিশ সোপ ও লেবুর রস মিশিয়ে পরিষ্কার –

১ চামচ লিকুইড ডিশওয়াশার ও ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন।  এই মিশ্রণ একটি স্পঞ্জে নিয়ে তেলের উপর ঘষুন। লেবুর অ্যাসিড ও ডিশওয়াশার তেল দূর করতে সহায়ক। শেষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।

৪. নিয়মিত পরিষ্কার রাখুন –  সপ্তাহে অন্তত একবার চিমনির বাহ্যিক অংশ মুছে ফেলুন।  বেশি দিন জমে থাকলে তেল শক্ত হয়ে যায় ও পরিষ্কার করা কঠিন হয়