Home Made Shampoo: মাত্র কয়েক মিনিট, বাড়িতেই বানিয়ে নিন এই শ্যাম্পু! খুশকি থেকে চুল পড়া, নিমেষে হবে সমাধান

Jan 10, 2025 | 4:29 PM

Home Made Shampoo: আপনি কি জানেন, যে ছোট টুকরো গায়ে মাখার সাবান আপনি ফেলে দেন, সেটা দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু।

Home Made Shampoo: মাত্র কয়েক মিনিট, বাড়িতেই বানিয়ে নিন এই শ্যাম্পু! খুশকি থেকে চুল পড়া, নিমেষে হবে সমাধান
Image Credit source: Meta AI

Follow Us

সাবান মাখতে মাখতে একটা সময়ে সেটা খুব ছোট হয়ে যায়। তখন আর সেটা ব্যবহার করা যায় না। বেশিরভাগ মানুষই সেটা ফেলে দিয়ে থাকেন। কিন্তু আপনি কি জানেন এই সব সাবানের টুকরো দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন দারুণ একটা জিনিস।

শীতকাল মানেই ড্যানড্রফের সমস্যা বেড়ে যায় কয়েক গুণ। তার সঙ্গে আবার রয়েছে চুল পড়ে যাওয়ার ঝামেলা। কিন্তু আপনি কি জানেন, যে ছোট টুকরো গায়ে মাখার সাবান আপনি ফেলে দেন, সেটা দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু। সময় লাগবে মাত্র কয়েক মিনিট। কী ভাবে বানাবেন , রইল টিপস।

উপকরণ

এই খবরটিও পড়ুন

১। রিঠা ফল – ১৫ গ্রাম
২। শিকাকাই – ১৫ গ্রাম
৩। রোজমেরি পাতা – ৫ গ্রাম
৪। ফেলে দেওয়া টুকরো সাবান – ১০ গ্রাম
৫। জল – ৫৫০ গ্রাম

প্রণালী

একটি পাত্রে ৫৫০ মিলি জল নিয়ে নিন। তার মধ্যে রিঠা, শিকাকাই, শুকনো রোজমেরি পাতা, এবং সাবান দিয়ে দিন।

মনে রাখবেন এই সব জিনিস রাখার সময় হাতে গ্লাভস পরে নিতে ভুলবেন না।

একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিন। মনে রাখবেন মিশ্রণটি শুকিয়ে ১৫০ মিলি পর্যন্ত হলে তবে আঁচ বন্ধ করবেন। রিঠা ও শিকাকাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ব্যস তাহলেই তৈরি হোমমেড অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু।

সাধারণ শ্যাম্পু মাখার মতোই এই শ্যাম্পু সপ্তাহে দু’বার ব্যবহার করুন। দেখবেন ৩০ দিনেই সম্পূর্ণ গায়েব হবে খুশকির সমস্যা।

Next Article