Monsoon Travel Tips: বর্ষায় পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কোন নিয়ম না মানলেই হতে পারে বড় বিপদ?

Monsoon Travel Tips: সামনেই বড় উইকেন্ড, সেই ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে বরং মাথায় রাখুন এই বিষয়গুলি। তাহলেই ট্রিপ হবে দারুণ আনন্দের।

Monsoon Travel Tips: বর্ষায় পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কোন নিয়ম না মানলেই হতে পারে বড় বিপদ?
Image Credit source: Puneet Vikram Singh/Moment/Getty Images

Jul 27, 2025 | 4:31 PM

বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাওয়ার মতো রোমাঞ্চ খুব কম জিনিসেই আছে। একদিকে সবুজে মোড়া প্রকৃতি, মেঘের আনাগোনা, ঝরনার গর্জন—সব মিলে যেন স্বর্গীয় সুখ। অনুদিকে এই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে ঝুঁকি। তাই সাবধান না হলে সত্যিই হারিয়ে বসতে হতে পারে প্রাণটাই। সামনেই বড় উইকেন্ড, সেই ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে বরং মাথায় রাখুন এই বিষয়গুলি। তাহলেই ট্রিপ হবে দারুণ আনন্দের।

১. আবহাওয়ার খোঁজ রাখা: ভ্রমণের আগেই ভাল করে দেখুন সেই সময়ে নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। অতিবৃষ্টি বা ভূমিধসের সতর্কতা থাকলে সেই জায়গায় না যাওয়াই ভাল।

২. সঠিক পোশাক ও জুতো নির্বাচন: বর্ষায় পাহাড়ে হাঁটাচলার সময় পা পিছলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই গ্রিপযুক্ত ওয়াটারপ্রুফ ট্রেকিং জুতো বেছে নিন। সঙ্গে হালকা রেইনকোট, উইন্ডচিটার, দ্রুত শুকিয়ে যায় এমন কাপড় নিতে ভুলবেন না।

৩. ওষুধ ও ফার্স্ট-এইড কিট: জ্বর, সর্দি, বমি বমি ভাব, ব্যথা ও অ্যালার্জির ওষুধ সঙ্গে রাখুন। হিমশীতল আবহাওয়ায় শারীরিক সমস্যা বেড়ে যেতে পারে, তাই নিজের প্রয়োজনীয় ওষুধ ও ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক ক্রীম রাখা অত্যন্ত জরুরি।

৪. জলরোধী ব্যাগ ও মোবাইল কভার: ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ, পরিচয়পত্র ইত্যাদি জল থেকে রক্ষা করার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ ও মোবাইল কভার ব্যবহার করুন।

৫. হোটেল ও গাইড বুকিং আগে থেকেই করুন: বর্ষায় অনেক জায়গা বন্ধ থাকে। রাস্তাও অবরুদ্ধ হতে পারে। তাই আগে থেকেই হোটেল বুকিং করে রাখুন এবং সম্ভব হলে স্থানীয় গাইডের সাহায্য নিন। এতে হঠাৎ কোনও বিপদ হলেও সেখান থেকে বেরিয়ে আসতে সুবিধা হবে।

৬. খাবার ও পানীয় জল: পাহাড়ে বৃষ্টির কারণে অনেক জায়গায় বিশুদ্ধ জল পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই সঙ্গে বোতলজাত জল ও শুকনো খাবার যেমন চকলেট, বাদাম, বিস্কুট রাখুন।

৭. স্থানীয় নিয়ম ও সতর্কবার্তা মেনে চলা: পাহাড়ি অঞ্চলে বর্ষায় হড়কা বান বা ধস হতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশ মানা জরুরি। মনে রাখবেন বর্ষায় পাহাড়ি ভ্রমণ স্বপ্নের মতো। তবে সেই স্বপ্নে বাস্তবের সাবধানতা অবলম্বন করাটাও জরুরি।