Dark Patches: ঘাড়ের কাছে কুচকুচে কালো দাগের জন্য অস্বস্তিতে পড়েন? এই ঘরোয়া উপায়েই মিলবে সমাধান

ঘাড়ে কালচে দাগছোপ যাদের থাকে, তাঁরা আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। স্নানের সময় অনেকের ঘাড়ের পিছনের অংশে নজর যায় না। সাধারণত ঘাম জমে এমন কালো দাগ-ছোপ হয়ে থাকে।

Dark Patches: ঘাড়ের কাছে কুচকুচে কালো দাগের জন্য অস্বস্তিতে পড়েন? এই ঘরোয়া উপায়েই মিলবে সমাধান
ঘাড়ের কাছে কুচকুচে কালো দাগ? এই ঘরোয়া উপায়েই মিলবে সমাধানImage Credit source: Pinterest

Aug 29, 2025 | 7:08 PM

ঘাড়ে কালচে দাগছোপ (Dark Patches) যাদের থাকে, তাঁরা আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। স্নানের সময় অনেকের ঘাড়ের পিছনের অংশে নজর যায় না। সাধারণত ঘাম জমে এমন কালো দাগ-ছোপ হয়ে থাকে। তবে ঘাড়ের কাছে কালো দাগ হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। যেমন – অতিরিক্ত রোদে বের হওয়া, মৃত কোষ জমে থাকা, হরমোনের পরিবর্তন, স্থূলতা, কিংবা শুধু পরিষ্কার না করার অভ্যাস। তবে ঘরোয়া কিছু নিয়মিত যত্নে অনেকটাই এই কালো দাগ হালকা করা সম্ভব।

ঘাড়ের কালো দাগ দূর করার ঘরোয়া উপায় নিয়ে নিম্নে আলোচনা করা হল –

১. লেবু ও মধুর প্যাক – ১ চামচ লেবুর রস ও ১ চামচ মধু মিশিয়ে ঘাড়ে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর ভিটামিন সি দাগ হালকা করে আর মধু ত্বক নরম রাখে।

২. দুধ ও কেশর – দুধে কয়েকটি কেশর ভিজিয়ে রেখে দিন। এরপর সেই দুধ তুলোর বল দিয়ে ঘাড়ে কালো হওয়া জায়গায় লাগান। ২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল এবং মসৃণ হবে।

৩. অ্যালোভেরা জেল – খাঁটি অ্যালোভেরা জেল ঘাড়ে মাখুন। সারারাত তা রেখে সকালে ধুয়ে ফেলতে হবে। রোদে পোড়া ভাব ও দাগ হালকা হবে।

৪. বেসন ও দইয়ের প্যাক – ২ চামচ বেসন, ১ চামচ দই আর এক চিমটি হলুদ মিশিয়ে একটি পেস্ট বানান। তা ঘাড়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। এমনটা করলে মৃত কোষ দূর হবে। কালো গাঢ় দাগ হালকা হবে।

৫. আলুর রস – কাঁচা আলু গ্রেট করে রস বের করে ঘাড়ে লাগান। তা শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। আলুর প্রাকৃতিক ব্লিচিং যৌগ কালো দাগছোপ কমায়।

মাথায় কী কী রাখবেন?

  • প্রতিদিন ভালভাবে ঘাড় পরিষ্কার করতে হবে।
  • বাড়ির বাইরে বের হলে ঘাড়েও সানস্ক্রিন ব্যবহার করুন।
  • প্রচুর জল খান ও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • খুব আঁটসাঁট গলার পোশাক এড়িয়ে চলুন।