রূপোর গয়না পরার জন্য কোনও নির্দিষ্ট রঙের পোশাকের প্রয়োজন নেই আপনার। আর এথনিক এবং ইন্দো ওয়েস্টার্ন ফ্যাশনে রূপোর গয়না তো অনবদ্য। আগষ্ট মাস এমনিতেই রাখির মাস, তার পরের মাসেই পুজো, তারপরের মাসেই বিয়ের সিজন, রূপোর গয়না দিয়ে তাক লাগিয়ে দিন সবাইকে। রূপোর গয়না কী কী ভাবে ফ্যাশনে ট্রেন্ডিং, জেনে নিন তার হদিশ…
১) রূপোর গয়নার সঙ্গে সাধারণ কুর্তি:
কিছু কিছু রূপোলি গয়না আছে যা সাধারণ এক কুর্তির সঙ্গেও এনে দেবে এক এলিগেন্ট লুক। এক রঙের কুর্তি, সঙ্গে একটা রুপোর ঝুমকো, ছোট্ট কলো টিপ আর ফ্ল্যাট চটিতে পুজো হোক বা রাখি, সবার নজর কাড়বেন আপনিই।
২) শাড়ির সঙ্গে রূপোর গয়না:
শাড়ি হলেই কি সোনার গয়না আর খোপা? ২০২১-এ দাঁড়িয়ে শাড়ি কিন্তু আপনাকে মর্ডাণ লুক এনে দিতে পারে। ফ্যাশনটা করতে হবে একটু দেখেশুনে। শাড়ির সঙ্গে টপ নট একটা খোপা করে নিন। সঙ্গে মানানসই ঝোলা রূপোর ঝোলা হার, সঙ্গে আরেকটা ছোট নেকপিসও বিয়েবাড়িতে বেশ মানাবে। কানে থাকবে বসানো ছোট দুল এবং এক হাতে রূপোলি চুড়ি। সোনা বা কুন্দন হারের মধ্যেও নজর কাড়বেন আপনিই।
৩) ল্যাহেঙ্গা এবং রূপো:
বিয়েবাড়িতে একটু অন্যরকম দেখাতে চান নিজেকে। গাঢ় রঙের ল্যাহেঙ্গার সঙ্গে মানানসই রূপোর গয়না পরে নিলেই অপরূপা আপনি।
৪) কন্টেম্পোরারি লুকে রূপো:
সাদা বা কালো শার্টের সঙ্গে গলায় রূপোর জাঙ্ক জুয়েলারী এখন ভীষণভাবে ট্রেন্ডিং।
৫) ফুলস্লিভ জামায় ফ্যাশন:
ফুল স্লিভ কুর্তি, জামা শার্টে আপনার সাজ সম্পূর্ণ করবে একটা রূপোর চোকার (গলার) বা একটা ঝুমকো দুল। তবে যেকোনও একটা, দুটো একসঙ্গে হলে সম্পূর্ণ নষ্ট আপনার ফ্যাশন।