Punjabi Washing Tips: অল্প দিনেই জেল্লা হারায় পাঞ্জাবি? নতুন পাঞ্জাবির যত্ন নেবেন কীভাবে?

Cloth Washing Tips: সঠিক যত্ন না নেওয়ার কারণে কাপড় দ্রুত নষ্ট হয়ে যায় বা আগের মতো সুন্দর থাকে না। পাঞ্জাবি সাধারণত কটন, সিল্ক, লিনেন, জ্যামদানি, খাঁটি সুতি কিংবা মিশ্র কাপড়ে তৈরি হয়। তাই এর যত্ন নেওয়ার নিয়মও কিছুটা আলাদা। কীভাবে সাধের পাঞ্জাবির যত্ন নেবেন? রইল সেই টিপস।

Punjabi Washing Tips: অল্প দিনেই জেল্লা হারায় পাঞ্জাবি? নতুন পাঞ্জাবির যত্ন নেবেন কীভাবে?

Aug 31, 2025 | 9:01 PM

বাঙালির পুজো মানেই ধুতি-পাঞ্জাবি বা পাজামা-পাঞ্জাবি। অষ্টমীর সকালে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে মনের মানুষের সঙ্গে একসঙ্গে অঞ্জলি দেওয়ার রোমাঞ্চ ৮ থেকে ৮০ সকলের মধ্যেই সমান। নতুন পাঞ্জাবি পরে আনন্দ পেলেও তার যত্নের দিকে মন দিতে ভুলে যাই। সঠিক যত্ন না নেওয়ার কারণে কাপড় দ্রুত নষ্ট হয়ে যায় বা আগের মতো সুন্দর থাকে না। পাঞ্জাবি সাধারণত কটন, সিল্ক, লিনেন, জ্যামদানি, খাঁটি সুতি কিংবা মিশ্র কাপড়ে তৈরি হয়। তাই এর যত্ন নেওয়ার নিয়মও কিছুটা আলাদা। কীভাবে সাধের পাঞ্জাবির যত্ন নেবেন? রইল সেই টিপস।

১. প্রথম ধোয়ার আগে সতর্কতা

নতুন পাঞ্জাবি কেনার পর প্রথমবার ধোয়ার আগে সরাসরি ডিটারজেন্ট ব্যবহার করা উচিত নয়। হালকা নুন-জল বা ভিনেগার মেশানো জলে ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখলে রঙ চটে যাওয়ার সম্ভাবনা কমে যায়। বিশেষ করে রঙিন বা সিল্ক কাপড়ে এটি অত্যন্ত কার্যকর।

২. সঠিক ডিটারজেন্ট ব্যবহার

কাপড়ের ধরন অনুযায়ী ডিটারজেন্ট বেছে নিতে হবে। সুতির পাঞ্জাবি হালকা ডিটারজেন্টে ধোয়া যায়, কিন্তু সিল্ক বা লিনেনের ক্ষেত্রে মাইল্ড লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করাই ভালো। ব্লিচ বা হার্শ কেমিক্যালযুক্ত সাবান ব্যবহার করলে কাপড়ের রঙ ও গঠন নষ্ট হয়ে যায়।

৩. হাতে ধোয়া উত্তম

পাঞ্জাবি মেশিনে ধোয়ার বদলে হাতে ধোয়া ভালো। এতে কাপড়ের সেলাই, বোতাম ও নকশা অক্ষুণ্ণ থাকে। মেশিনে ধোয়া হলে ঘর্ষণের কারণে কাপড়ের আয়ু কমে যায়।

৪. জোরে মচকানো নয়

অনেকেই কাপড় ধোয়ার পর জোরে মচকে শুকাতে চান। এতে কাপড়ের সুতোর ফাইবার ঢিলে হয়ে যায় এবং আয়ু কমে যায়। তাই পাঞ্জাবি ধোয়ার পর শুধু হালকা চেপে জল বের করে ছায়াযুক্ত জায়গায় শুকাতে হবে।

৫. রোদে নয়, ছায়ায় শুকানো

সরাসরি রোদে শুকালে কাপড়ের রঙ দ্রুত ফিকে হয়ে যায়। তাই সবসময় ছায়াযুক্ত হাওয়া-বাতাস চলাচল হয় এমন জায়গায় শুকানো উচিত। বিশেষ করে সিল্ক বা গাঢ় রঙের পাঞ্জাবির ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি।

৬. আয়রন করার নিয়ম

কাপড় শুকানোর পর উল্টোদিক থেকে আয়রন করলে রঙ টেকসই থাকে এবং কাপড় ঝকঝকে দেখায়। সিল্ক বা ডিজাইন করা পাঞ্জাবির ক্ষেত্রে সবসময় প্রেস করার সময় কাপড়ের উপর পাতলা সুতির কাপড় দিয়ে আয়রন করতে হবে। এতে কাপড়ের নকশা নষ্ট হবে না।

৭. আলমারিতে সংরক্ষণ

পাঞ্জাবি সংরক্ষণ করার সময় আলমারিতে ঝুলিয়ে রাখা উত্তম। কাঠি বা হ্যাঙ্গার ব্যবহার করলে কাপড় ভাঁজ পড়ে না। তবে সিল্ক বা দামি কাপড় আলাদা কাভারে রেখে দিলে সেগুলি অনেক দিন ভালো থাকে। আলমারিতে নিমপাতা বা কর্পুর রাখলে পোকার হাত থেকেও বাঁচানো যায়।

৮. ব্যবহার শেষে যত্ন

যখনই পাঞ্জাবি পরে বাইরে যাবেন, ঘরে ফিরে তা কিছুক্ষণ খোলা জায়গায় ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন। ঘামের গন্ধ বা ধুলোবালি বের হয়ে যাবে। তারপর ভাঁজ করে বা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।