Monsoon Trip: এই কটি নিয়ম মানলেও বর্ষাতেও সুরক্ষিত ভাবে ঘোরা সম্ভব পাহাড়ে

Monsoon Trip: সত্যিকারের ভ্রমণ পিপাসু এবং পাহাড়প্রেমীদের কাছে পাহাড়ের অন্যতম আকর্ষণ এই বর্ষাকাল। কিন্তু এই সময়ে পাহাড়ে ঘুরতে যাওয়া যতটা রোমাঞ্চকর ততটাই ভয়ের বটে। মেঘে ঢাকা পথ, ঝর্ণার কলকল শব্দ আর সবুজে স্নান করা প্রকৃতির কোন বাঁকে যে আপনার জন্য ঘাপটি মেরে বসে আছে তা বলা মুশকিল। তাই প্রয়োজন বিশেষ সাবধানতা।

Monsoon Trip: এই কটি নিয়ম মানলেও বর্ষাতেও সুরক্ষিত ভাবে ঘোরা সম্ভব পাহাড়ে
Image Credit source: Cavan Images/Getty Images

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 07, 2025 | 8:57 PM

প্রত্যেক ঋতুর নিজস্ব সৌন্দর্য্য রয়েছে। ঠিক যেমন রয়েছে বর্ষার। এই সময়ে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করলেও ভয়ে এড়িয়ে চলেন পাহাড়। কিন্তু পাহাড়ের যে রূপ বর্ষায় ধরা পড়ে তা সারা বছরে আর কখন পাবেন? তাই সত্যিকারের ভ্রমণ পিপাসু এবং পাহাড়প্রেমীদের কাছে বর্ষাকালের অন্যতম আকর্ষণ এই বর্ষাকাল। কিন্তু এই সময়ে পাহাড়ে ঘুরতে যাওয়া যতটা রোমাঞ্চকর ততটাই ভয়ের বটে। মেঘে ঢাকা পথ, ঝর্ণার কলকল শব্দ আর সবুজে স্নান করা প্রকৃতির কোন বাঁকে যে আপনার জন্য ঘাপটি মেরে বসে আছে তা বলা মুশকিল। তাই প্রয়োজন বিশেষ সাবধানতা। বর্ষায় পাহাড়ে ঘুরতে গেলে কোন কোন নিয়ম মানলে আপনি সুরক্ষিত?

আবহাওয়ার পূর্বাভাস দেখে পরিকল্পনা করুন 

বর্ষার সময় পাহাড়ে যে কোনও সময় মেঘভাঙা বৃষ্টি, ধস বা রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ট্রিপের আগে আবহাওয়ার আপডেট দেখে নিন। চেষ্টা করুন ঝুঁকিপূর্ণ সময় এড়িয়ে যেতে।

সঠিক পোশাক ও জুতো পরুন

জলরোধী জ্যাকেট, হুডি এবং হালকা উষ্ণ জামাকাপড় সঙ্গে নিন। বর্ষায় পাহাড়ি পথে স্লিপ হওয়ার ঝুঁকি বেশি, তাই শক্ত সোলযুক্ত, গ্রিপ ভালো এমন জলরোধী ট্রেকিং জুতো ব্যবহার করুন।

প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট এইড কিট সঙ্গে রাখুন

পাহাড়ে চিকিৎসা পাওয়া সবসময় সহজ নয়। তাই নিজস্ব কিছু ওষুধ যেমন ঠান্ডা, সর্দি, ব্যথা, বদহজম, অ্যালার্জি ইত্যাদির ওষুধ সঙ্গে রাখুন। এছাড়া ব্যান্ডেজ, স্যানিটাইজার, ডিটল, পেইন স্প্রে এগুলোও দরকার হতে পারে।

ভেজা জায়গা বা পিচ্ছিল পথ এড়িয়ে চলুন

বর্ষার সময় পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও ধ্বসের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই অচেনা বা দুর্গম রাস্তায় না যাওয়াই ভালো। স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে চলুন।

জলরোধী ব্যাগ ও কভার ব্যবহার করুন

আপনার ব্যাগ এবং মোবাইল, ক্যামেরা, ডকুমেন্টস ইত্যাদি যাতে না ভিজে যায় তার জন্য জলরোধী ব্যাগ কভার ও পলিথিন ব্যবহার করুন। পাওয়ার ব্যাঙ্ক ও অন্যান্য ইলেকট্রনিক জিনিস সুরক্ষিতভাবে রাখুন।

খাবার ও পানীয় জল সঙ্গে রাখুন

বর্ষায় পাহাড়ি এলাকায় অনেক সময় হোটেল বা দোকান খোলা না-ও থাকতে পারে। তাই শুকনো খাবার, ইনস্ট্যান্ট নুডলস, বিস্কুট, চকলেট এবং বিশুদ্ধ পানীয় জল সঙ্গে রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

টিমে ভ্রমণ করুন এবং যোগাযোগ রাখুন

বর্ষাকালে একা পাহাড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই দল বেঁধে যান এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রাখুন। ফোনের নেটওয়ার্ক না-ও থাকতে পারে, তাই আগে থেকেই নিকটবর্তী থানা, হেল্পলাইন নাম্বার সংগ্রহ করে রাখুন।