White Shoes: সাদা জুতো নিয়ে চিন্তা? এই কাজ করলে আর কখনওই হবে না নোংরা

How to Clean White Shoes: লাগবে বেকিং সোডা, সাদা টুথপেস্ট, মাইল্ড লিকুইড ডিটারজেন্ট বা সাবান। আর সঙ্গে এক কাপ জল। ঘষার জন্য একটি পুরনো টুথব্রাশ। এই মিশ্রণ শুধু জুতোর দাগই দূর করে না, উল্টে আবার জুতোর হারিয়ে যাওয়া উজ্জ্বলতাও ফিরিয়ে আনে। পরিষ্কার করার পদ্ধতিটিও বেশ সহজ।

White Shoes: সাদা জুতো নিয়ে চিন্তা? এই কাজ করলে আর কখনওই হবে না নোংরা
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jan 19, 2026 | 8:54 PM

কলকাতা: পোশাক হোক বা জুতো, সাদার মাধুর্য সর্বত্রই সমাদৃত। ফ্যাশন-ফ্রিকদের পছন্দের তালিকায় সর্বদাই শীর্ষে থাকে এই রঙ। কিন্তু সাদা জুতো বা স্নিকার্স ফ্যাশনেবল হলেও তা পরিষ্কার রাখা বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে সাদা স্নিকার্স যে কোনও পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায়। কোনও অনুষ্ঠান হোক বা অফিস, সর্বত্রই আকর্ষণীয় লাগে। কিন্তু যেমন ভাল, তেমন খুব দ্রুত নোংরাও হয়ে যায়। কিন্তু বারবার জুতো ধোয়া এবং শুকানো বেশ ঝক্কির কাজ। শীত বা বর্ষাকালে তো আরও চাপের। কিন্তু এমন কিছু ট্রিকস রয়েছে যাতে সহজেই সাদা জুতো একেবারে নতুনের মতো ঝকঝকে থাকবে। আর এর প্রয়োজনীয় উপাদানগুলি সাধারণত রান্নাঘরেই পাওয়া যায়। 

কী কী লাগবে?

লাগবে বেকিং সোডা, সাদা টুথপেস্ট, মাইল্ড লিকুইড ডিটারজেন্ট বা সাবান। আর সঙ্গে এক কাপ জল। ঘষার জন্য একটি পুরনো টুথব্রাশ। এই মিশ্রণ শুধু জুতোর দাগই দূর করে না, উল্টে আবার জুতোর হারিয়ে যাওয়া উজ্জ্বলতাও ফিরিয়ে আনে। পরিষ্কার করার পদ্ধতিটিও বেশ সহজ। প্রথমে একটি শুকনো ব্রাশ দিয়ে জুতোর ধুলোবালি ভাল করে ঝেড়ে ফেলুন। এরপর একটি পাত্রে বেকিং সোডা, টুথপেস্ট এবং লিকুইড ডিটারজেন্ট মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি জুতোর নোংরা অংশে ভালো করে লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। তারপর তা অবস্থাতেই ১০ থেকে ১৫ মিনিটের জন্য ছেড়ে দিন। এরপর একটা সুতির কাপড় ভাল করে জলে ভিজিয়ে নিন। তারপর ভাল করে জুতোটিকে মুছে ফেলুন। 

এরপর হেয়ার ড্রায়ার দিয়ে জুতোকে ভাল করে শুকিয়ে নিলেই কেল্লাফতে। পরিষ্কার তো হয়েই যাবে, সঙ্গে ফিরে আসবে পুরনো জেল্লা। তবে শুধু বাইরের পরিচ্ছন্নতা নয়, জুতোর ভিতরের হাইজিন বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। জুতোর ভিতরের ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর করতে মাঝে মাঝে বেকিং সোডা ছড়িয়ে রোদে রেখে দিতে পারেন। ডিসইনফেক্ট্যান্টও স্প্রে ব্যবহার করতে পারেন। একইসঙ্গে পায়ে কোনওরকম সংক্রমণ এড়াতে পরিষ্কার মোজা ব্যবহার করুন। পা ভেজা থাকা অবস্থায় কখনওই জুতো পরবেন না। সপ্তাহে একবার বা তা না হলেও ১৫ দিনে একবার জুতো ভাল করে ধোয়ার অভ্যাস রাখলে তা যেমন স্বাস্থ্যকর থাকে, তেমনই টেকসই হয়।