কেরালা বেড়াতে যাবেন? এই তিনটে জায়গা মিস করবেন না
একটা ট্যুরে সবটা দেখা সম্ভব নয়। তাই ভেবে প্ল্যান করুন।
নিউ নর্মালে ধীরে ধীরে বেড়াতে (Travel) যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। আপনার টার্গেট যদি কেরালা হয়, তাহলে তিনটে জায়গা মিস করবেন না। কেরালা অনেক বড় জায়গা। একটা ট্যুরে সবটা দেখা সম্ভব নয়। তাই ভেবে প্ল্যান করুন। আমাদের সাজেশন কাজে লাগতে পারে।
আলেপ্পি
কেরালা যাওয়ার প্ল্যান করছেন, আর আলেপ্পি দেখবেন না, সেটা হয় না। ব্যাক ওয়াটার ট্রিপ, হাউজবোটে থাকার আনন্দ মিস করা যাবে না। আলেপ্পিকে পূর্বের ভেনিস বলা হয়। সুতরাং এর প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর, তা আন্দাজ করতে পারছেন। কোচি বিমানবন্দর থেকে দূরত্ব ৫৩ কিলোমিটার। আলেপ্পি রেল স্টেশন থেকেও যেতে পারেন। সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত যে কোনও সময় প্ল্যান করতে পারেন। করোনা পরিস্থিতিতেও সুরক্ষা বিধি মেনে এখানে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।
মুন্নার
রোম্যান্টিক হনিমুন ডেস্টিনেশনের তালিকায় প্রথম দিকেই থাকে মুন্নারের নাম। চা বাগন, ভ্যালি আর হোটেলের ঘরে ঢুকে আসা মেঘ আপনাকে স্বাগত জানাবে। ট্রেক করারও সুযোগ রয়েছে। কোচি বিমানবন্দর থেকে দূরত্ব ১৪৩ কিলোমিটার। আলুভা রেল স্টেশন থেকে দূরত্ব ১১০ কিলোমিটার। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যে কোনও সময় মুন্নারের প্ল্যান করে ফেলুন।
আরও পড়ুন, ২০২১-এ কতগুলো ছুটি? ক্যালেন্ডার মিলিয়ে বেড়ানোর প্ল্যান করুন
কোভালাম
আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, ওয়াটার স্পোর্ট বা প্যারাসেলিং যদি আপনার লক্ষ্য হয় কোভালাম বিচ আপনার জন্য আদর্শ। এখানেও হাউজবোটে থাকার ব্যবস্থা রয়েছে। ত্রিবান্দম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরত্বের কোভালাম উইশ লিস্টে রাখুন। ত্রিবান্দম রেল স্টেশন থেকেও দূরত্ব মাত্র ১৪ কিলোমিটার। সেপ্টেম্বর থেকে মে মাসের মধ্যে যে কোনও সময় ট্যুর প্ল্যান করতে পারেন।
আরও পড়ুন, পিকনিকের প্ল্যান করছেন? কলকাতার কাছে এই সব জায়গা বেছে নিতে পারেন