সঠিক বেনারসি বাছাই থেকে বিয়ের মেন্যু ঠিক করার কাজে পরিবারের সকলকে পাশে পাওয়া যায়। কিন্তু বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়া যায়, এই সিদ্ধান্ত হয় নবদম্পতির। কারও পছন্দ সমুদ্র, আবার কারও পাহাড়। কিন্তু অনেকের মনেই ইচ্ছে থাকে যে প্রথম বিদেশ ট্রিপটা হবে সঙ্গীর হাত ধরে। তাই আজকাল অনেকেই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলোকে বেছে নিচ্ছেন তাঁদের হানিমুন ডেস্টিনেশন হিসেবে। বিশেষত, এশিয়ার দেশগুলোয় বেড়াতে যাওয়া এখন অনেক বেশি সহজ এবং ঝামেলাও নেই। বরং, ইউরোপীয় দেশগুলোতে হানিমুনে যেতে গেলে অল্পবিস্তর কাঠখড় পোড়াতেই হয়। তার সঙ্গে খরচসাপেক্ষ। তাই এশিয়ার কোন কোন দেশে আপনি মধুচন্দ্রিমায় যেতে পারেন, রইল টিপস।
থাইল্যান্ড: ২০২৪ সালের ১০ মে-এর আগে থাইল্যান্ড বেড়ানোর প্ল্যান করছেন? তাহলে ভিসা ছাড়াই সে দেশে হানিমুনের জন্য বেড়াতে যেতে পারেন। এমনকি ৩০ দিন পর্যন্ত থাকতেও পারবেন সে দেশে। ভারতীয় দম্পতিদের পছন্দ ডেস্টিনেশনের সারিতে প্রথম দিকেই রয়েছে থাইল্যান্ড। যদিও এশিয়ার এই দেশে সারাবছর নবদম্পতিদের আনাগোনা লেগে থাকে। নীল জল আর সবুজ পাহাড়ে ঘেরা থাইল্যান্ডে কাটাতে পারেন মধুচন্দ্রিমা।
শ্রীলঙ্কা: ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারতীয়দের বিনামূল্যে ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা সরকার। এই মাঘে যদি বিয়ে সারেন, তাহলে টুক করে হানিমুনে ঘুরে আসুন শ্রীলঙ্কা। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা গভীর অরণ্য, সমুদ্রতট আর সিংহলি কুইজ়িন ও সংস্কৃতিতে ঘেরা শ্রীলঙ্কা। ৬০০ ফুট উঁচু পাথর কেটে তৈরি করা সিগিরিয়া প্রাসাদ, উদা ওয়ালাওয়ে জাতীয় উদ্যান, অনুরাধাপুর শহরের প্রাচীন বৌদ্ধমঠ দেখে আসতে পারেন।
ভিয়েতনাম: এ বছর মালেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে আরও দেশ ভারতীয়দের জন্য ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা এনেছে। তা হল ভিয়েতনাম। সোলো ট্রিপ হোক বা হানিমুন, ভারতীয়দের মধ্যে দিন দিন বাড়ছে ভিয়েতনাম বেড়াতে যাওয়ার চাহিদা। হ্যানয়, হ্যালং বে থেকে শুরু করে হো চি মিন, ফু-কোক আইল্যান্ডের মতো পর্যটন কেন্দ্রে সঙ্গীকে সময় কাটাতে পারেন।
ইন্দোনেশিয়া: এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, নবদম্পতিদের প্রথম পছন্দ বালি। ইন্দোনেশিয়ায় যাওয়ার জন্য আগে থেকে ভিসা নেওয়ার প্রয়োজন নেই। এই দেশে ভারতীয় পর্যটকদের জন্য ‘ভিসা-অন-অ্যারাইভাল’-এর সুবিধা রয়েছে। অর্থাৎ, সে দেশে নামলেই হাতে ভিসা পেয়ে যাবেন। উলুওয়াতু মন্দির থেকে শুরু করে মাউন্ট বাতুর, তানহা লট টেম্পল, সেমিনইয়াক বিচ ভারতীয় পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। তাছাড়া বালির বিভিন্ন পর্যটন কেন্দ্র যুগলদের ফটোশুটের জন্য আদর্শ। এমনকি সঙ্গীর সঙ্গে নিভৃতে সময় কাটাতে চাইলেও এখানে প্রাইভেট আইল্যান্ডের সুবিধাও রয়েছে।