Dhono Dhanno Auditorium: ফ্রান্স আর আয়ারল্যান্ডের ছোঁয়ায় কীভাবে শহর পেল নতুন তার ঠিকানা: ধনধান্য অডিটোরিয়াম?

TV9 Bangla Digital | Edited By: megha

Apr 22, 2023 | 4:03 PM

West Bengal: হাওড়া থেকে কলকাতা আসার পথে বিদ্যাসাগর সেতু থেকে ডান দিকে তাকালেই দেখা যায় এই ডিম্বাকৃতির ইমারত। এটাই 'ধনধান্য অডিটোরিয়াম'। নববর্ষের আগে মুখমুন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই আন্তর্জাতিক স্তরের অডিটোরিয়াম উপহার দিয়েছেন শহরবাসীকে।

Dhono Dhanno Auditorium: ফ্রান্স আর আয়ারল্যান্ডের ছোঁয়ায় কীভাবে শহর পেল নতুন তার ঠিকানা: ধনধান্য অডিটোরিয়াম?
রাতের 'ধনধান্য'

Follow Us

দ্বিতীয় হুগলি সেতু থেকে ক্রংকিটের শহরের মাঝে উঁকি দেয় ভিক্টোরিয়া মেমোরিয়াল আর ‘দ্য ফর্টি টু’। আর এখন কলকাতার স্কাইলাইনের দিকে তাকালে দেখা যাচ্ছে আকাশচুম্বী আর এক ইমারত: ‘ধনধান্য’। হাওড়া থেকে কলকাতা আসার পথে বিদ্যাসাগর সেতু থেকে ডান দিকে তাকালেই দেখা যায় এই ডিম্বাকৃতির ইমারত। এটাই ‘ধনধান্য অডিটোরিয়াম’ বা ‘ধনধান্য প্রেক্ষাগৃহ’। নববর্ষের আগে মুখমুন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই আন্তর্জাতিক স্তরের অডিটোরিয়াম উপহার দিয়েছেন শহরবাসীকে। এখন ইনস্টা রিলসে ঘুরে বেড়াচ্ছে ধনধান্যের ছবি। দিনের বেলায় যাকে দেখতে শঙ্খের মতো, সেটাই রাতে আরও উজ্জ্বল। শঙ্খের গা বেয়ে জ্বলছে রঙিন আলো। তার সঙ্গে জ্বলজ্বল করছে বাহারি কাজ।

১৪৩০ শুরুর সঙ্গে বাংলা পেয়েছে শঙ্খ আকৃতির এই প্রেক্ষাগৃহ। তবে এই প্রেক্ষাগৃহ সাধারণ কোনও প্রেক্ষাগৃহ নয়। আলিপুরে গড়ে উঠেছে ‘ধনধান্য’। প্রেক্ষাগৃহের দৈর্ঘ্য ৫১০ ফুট এবং প্রস্থ ২১০ ফুট। উচ্চতা ৬০০ ফুট। এই ‘ধনধান্য’ তৈরিতে কাঁচা মাল আমদানি করা হয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে। ইমারতের মাথা তৈরি করা হয়েছে শঙ্খের আদলে। আন্তর্জাতিক মানের ছ’তলা এই প্রেক্ষাগৃহ তৈরি করতে লেগেছে প্রায় ৬ হাজার মেট্রিক টন ইস্পাত। তার উপরে রয়েছে দস্তার নকশা। আর এই দস্তা এসেছে ফ্রান্স থেকে। এই আকাশচুম্বী ইমারত সকালে দেখায় সাদা ও নীল রঙের। অন্ধকার হলেই রং বদলে যায় প্রেক্ষাগৃহের। আর এই চোখধাঁধানো বাহারি আলো আনা হয়েছে আয়ারল্যান্ড থেকে। ‘ধনধান্য’ সাজাতে ৭০০০ আলো আনা হয়েছে সে দেশ থেকে।

প্রেক্ষাগৃহের বাইরের অলঙ্করণ যেমন চোখধাঁধানো, তেমনই তার ঝলক রয়েছে ভিতরেও। প্রেক্ষাগৃহের মধ্যে রয়েছে দু’টি সভাঘর, ৩টি থিয়েটার হল, ২টি বোর্ড রুম, ৬টি অতিথি নিবাস এবং ২টি ডরমেটরি। প্রেক্ষাগৃহের একটি সভাঘর ২ হাজার আসন বিশিষ্ট। এছাড়া আর দু’টি হল রয়েছে ৫৫০ ও ৩৫০ আসনের। রয়েছে স্ট্রিট থিয়েটার, ব্যাঙ্কোয়েট, ক্যাফেটেরিয়া, ফুড কোর্টও। এমনকী গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। সেখানে ২৫০টি গাড়ি একসঙ্গে পার্ক করা যাবে।

‘ধনধান্য’ পরিচালনার দায়িত্বে ‘হিডকো’। এই প্রেক্ষাগৃহ তৈরিতে ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে। আলিপুরে ২০১৮ সালে এই অডিটোরিয়ামের কাজ শুরু হয়েছিল। কোভিড পরিস্থিতির জন্য কয়েকদিন কাজ বন্ধ ছিল। তারপর আবার শুরু হয়। শেষ পর্যন্ত নতুন বছরের শুরু আগে মুখমন্ত্রী উদ্বোধন করলেন ‘ধনধান্য’। কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে উৎসর্গ করে মুখমন্ত্রী নিজেই নামকরণ করেছেন।

Next Article