পুজোর বাদ্যি বেজে গিয়েছে। শনিবার মহালয়া। পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে দেবীপক্ষ। পুজোর তোড়জোড় চলছে জোরকদমে। বাঙালির কেনাকাটা প্রায় শেষের দিকে। শহরের সিংহভাগ বারোয়ারি পুজোর মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বনেদি বাড়ির পুজোগুলোও পিছিয়ে নেই। একচালা হোক বা আটচালার ঠাকুর, প্রস্তুতি এখন তুঙ্গে। কিন্তু সর্বজনীন পুজো ঘুরে দেখা যতটা সহজ হয়, বনেদি বাড়ির পুজোর ক্ষেত্রে তা হয় না। সবসময় সুযোগ মেলে না কয়েক শ’বছর পুরনো বনেদি বাড়ির পুজো দেখার। তবু ইচ্ছে থেকে যায়। আপনার সেই ইচ্ছে পূরণ করতে এবার এগিয়ে এসেছে রাজ্য পর্যটন দফতর। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম বিশেষ ট্যুর প্যাকেজের ব্যবস্থা করেছে, যেখানে ঘুরিয়ে দেখানো হবে শহরের নামজাদা বনেদি বাড়ির পুজো।
শহরের বনেদি বাড়ির পুজো ঘুরতে দেখাবে রাজ্য পর্যটন দফতর। ‘সনাতনী’ প্যাকেজের অধীনে পুজোর ক’দিন ঘুরিয়ে দেখানো হবে শহরের সেরা বনেদি বাড়ির পুজো। সপ্তমী, অষ্টমী ও নবমী—এই তিনদিন দর্শনার্থীরা সুযোগ পাবেন বনেদি বাড়ির পুজো ঘুরে দেখার। প্রতিদিন সকাল ৮টা থেকে শুরু হবে এই পুজো পরিক্রমা। শেষ হবে দুপুর সাড়ে বারোটায়। রবীন্দ্র সদন থেকে রিসিভ করা হবে দর্শনার্থীদের। শহরের বনেদি বাড়িগুলোর পুজো দেখানো পর আবার ট্যুর শেষ হবে রবীন্দ্র সদনেই।
এই ‘সনাতনী’ প্যাকেজের অধীনে ঘুরিয়ে দেখানো হবে শোভাবাজার রাজবাড়ি, ছোটুবাবু লাটুবাবু বাড়ি, চন্দ্র বাড়ি, রানি রাসমণি বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি, জোড়াসাঁকো দাঁ বাড়ি, খেলাট ঘোষবাড়ি ইত্যাদি। শুধু অষ্টমীতে ছোটুবাবু লাটুবাবু বাড়ির পুজো ঘুরিয়ে দেখানো হবে। বাকি প্রতিদিনই আপনি এই নামজাদা বাড়ির পুজো দেখতে পাবেন।
শহরের নামজাদা বাড়ির পুজো ঘুরিয়ে দেখানো ছাড়াও এলাহি ব্যবস্থা থাকছে ‘সনাতনী’ প্যাকেজে। ‘সনাতনী’ প্যাকেজ বুক করলে এসি বাসে করে এসব পুজো ঘুরিয়ে দেখানো হবে। যেহেতু সকালবেলাই শুরু হচ্ছে পুজো পরিক্রমা, তাই দর্শনার্থীদের জন্য ব্রেকফাস্টের সুবিধাও রয়েছে। এমনকী দুপুরবেলা শোভাবাজার রাজবাড়িতে ভোগ খাওয়ানোর বন্দোবস্ত রয়েছে। ‘সনাতনী’ প্যাকেজ বুক করলে দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার সম্পূর্ণ খেয়াল রাখছে রাজ্য পর্যটন দফতর।
‘সনাতনী’ প্যাকেজের খরচ মাথাপিছু মাত্র ১,৯৯৯ টাকা। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ওয়েবসাইট www.wbtdcl.com -এ গিয়ে আপনি এই ‘সনাতনী’ প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়া কোনও অনুমোদিত ট্যুরিস্ট অপারেটরের সাহায্যেও আপনি এই প্যাকেজ বুক করতে পারেন।