ব্যস্ততার জীবনে অল্প কয়েকদিনের ছুটি পেলেই মনে হয়ে কোথাও কাছে-দূরে বেড়িয়ে আসার জন্য মন কাঁদে। সকলেরই ইচ্ছা, লকডাউন উঠলেই কোথায় কম খরচে কোথাও ঘুরে এসে মন তাজা করবে, তার পরিকল্পনা করে চলেছে। সাধ্যের মধ্যে , কম খরচে দুর্দান্ত সব জায়গায় ঘুরে আসার প্ল্য়ান করলে দেখে নিন কোথায় গেলে মন ও পকেট থাকবে শান্ত।
কোদাইকানাল
অপূর্ব সুন্দর লেক, সবুজে ঘেরা পাহাড়, মনোরম আবহাওয়া. ছুটির মেজাজ স্পেশাল করতে কোদাইকানাল যেতে পারেন একছুটে। শুধু তাই নয়, থাকার জায়গা, ট্রান্সপোর্ট, খাবারও মিলবে বাজেটের মধ্যেই।
দার্জিলিং
হাতের কাছে ঘুরতে যাওয়ার জায়গা বলতে বাঙালির কাছে দিঘা-দার্জিলিং তো রয়েছেই। অসাধারণ ট্যুরিস্ট স্পট হিসেবে দার্জিলিংয়ের সুনাম রয়েছে জগতজোড়া। টাইগার হিল, চা বাগান, টয় ট্রেন, ঠান্ডা হাওয়ায় রিফ্রেশিং সবুজ পাহাড়ে ক্লান্তি দূর হবে আপসেই। কম খরচে মনোরম আবহাওয়ায় মন তাজা করতে বাঙালির কাছে এমনিতেই প্রিয় জায়গা হল দার্জিলিং।
আলেপ্পি
দক্ষিণের ভেনিস। সমুদ্র সৈকতে বাজেটের মধ্যে ভ্রমণের স্বাদ পেতে যেতে পারেন আলেপ্পি। কম খরচে থাকা-খাওয়ার জায়গার অভাব হবে না এখানে। সারি সারি নারকেল গাছ আর রূপোলি বালুরাশির পারে নীল সমুদ্রের পা ডোবাতে পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারেন।
পন্ডিচেরি
ফরাসি কলোনি, মনোরম পরিবেশ ও শান্ত-নিরিবিল জায়গার হদিশ পেতে পন্ডিচেরী ঘুরে আসতে পারেন অবশ্যই। রয়েছে অরবিন্দ আশ্রম ও নিরামিশ খাবারের অপূর্ব স্বাদ চেখে দেখার সুযোগ। ভারতীয় সংস্কৃতির পাশাপাশি ফরাসি স্থাপত্যের মেলবন্ধ আপনাকে আকর্ষণ করবেই করবে। সাইকেলে বা হাঁটতে হাঁটতেই ছোট্ট শহরকে চিনে নিতে পারবেন আপনি।