Coorg: দক্ষিণ ভারতে ছুটি কাটাতে যাবেন? ভারতের ‘স্কটল্যান্ড’কে রাখুন প্রথমে

TV9 Bangla Digital | Edited By: megha

Mar 11, 2022 | 9:40 PM

Scotland of India: যদি দক্ষিণ ভারত যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে কুর্গ‌কে অবশ্যই রাখুন বাকেট লিস্টে। কোথায় যাবেন, কী-কী দেখবেন, খরচ কত- রইল যাবতীয় তথ্য।

Coorg: দক্ষিণ ভারতে ছুটি কাটাতে যাবেন? ভারতের স্কটল্যান্ডকে রাখুন প্রথমে
কুর্গ‌
Image Credit source: istockphoto.com

Follow Us

দেশের বাইরে পা রাখতে গেলে এখন অনেক খরচ। কিন্তু মন চাইছে এমন কোথাও যেতে, যেখানে মিল হবে প্রকৃতির সঙ্গে। নিরিবিলিতে কাটানো যাবে বিশেষ মুহূর্ত। এমন টুরিস্ট স্পট (Tourist Spot) খোঁজার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ভারতের ‘স্কটল্যান্ড’ই (Scotland of India) পূরণ করবে আপনার এই স্বপ্ন। এটা আবার কোথায়? এমনটাই ভাবছেন তো? দক্ষিণ ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুর্গ‌ (Coorg) হল ভারতের স্কটল্যান্ড।

স্কটল্যান্ড না’ই বা গেলেন, কুর্গ‌ আপনার সব ইচ্ছা পূরণ করে দেবে। ১৯৫০ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে ছিল কুর্গ‌। এরপর তৎকালীন মাইসোর স্টেটের সঙ্গে যুক্ত হয় ভারতের ‘স্কটল্যান্ড’। তবে এখানে পর্যটকরা বার বার ছুটে আসেন প্রকৃতির টানে। কুর্গ‌ের শান্ত, শীতল পরিবেশ মন কেড়ে নেয় ছোট থেকে বড় সবার। যদি দক্ষিণ ভারত যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে কুর্গ‌কে অবশ্যই রাখুন বাকেট লিস্টে। কোথায় যাবেন, কী-কী দেখবেন, খরচ কত- রইল যাবতীয় তথ্য।

প্রাকৃতিক পরিবেশ ছাড়াও কুর্গ‌ের জনপ্রিয়তার পিছনে রয়েছে এখানের জলপ্রপাত। এর মধ্যে জনপ্রিয় হল আব্বি জলপ্রপাত। কুর্গ থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে এই জলপ্রপাত। পর্যটকদের বেশ আনাগোনা রয়েছে এই জলপ্রপাতে। মন্দিকেরি দুর্গও কুর্গ‌ের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি কুর্গ‌ের সৌন্দর্য ও সংস্কৃতিকে তুলে ধরে। কর্ণাটকের পাহাড়ি অঞ্চলকে যদি আরও কাছ থেকে দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন ব্রক্ষ্মগিরি হিলস থেকে। এখানে কুর্গ‌কে আরও সুন্দর দেখায়।

কাবেরী নদীর উৎসস্থল তালাকাভেরি। একটি পুকুর থেকে বছরের নির্দিষ্ট সময়ে জলপ্রবাহ হয়। সেটা দেখতেই প্রতি বছর বহু মানুষ ভিড় জমায় তালাকাভেরিতে। কর্ণাটকের সূর্যোদয় ও সূর্যাস্ত যদি দেখতে চান, তাহলে চলে যেতে পারেন রাজা’স সিটে। চা বাগানে ঘেরা এই পাহাড়ি উপত্যকা আপনার মন কেড়ে নিতে বাধ্য হবে। যদি কুর্গ‌ে রোমাঞ্চকর অনুভূতি পেতে চান, তাহলে ঘুরে আসুন কুর্গ‌ের জনপ্রিয় অভয়ারণ্য দুবারে থেকে। এখানে গেলে হাতিদের কীর্তি নিশ্চয়ই দেখতে পাবেন।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে রয়েছে ১৮২০ সালের তৈরি ওমকারেশ্বর মন্দিরটি। মন্দিরটির কারুকার্য দেখতেই পর্যটকেরা ভিড় করে এখানে। আর যদি দক্ষিণ ভারতে তিব্বতের স্বাদ পেতে চান তাহলে পৌঁছে যেতে পারেন বাইল কুপ্পেতে৷ এছাড়াও কাবেরী নিসর্গধামও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কাবেরী নদীকে ঘিরে ৬৪ একর এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি।

কীভাবে যাবেন

হাওড়া থেকে ট্রেনে করে মাইসোর। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান কুর্গ। বিমানে করে গেলে আপনাকে নামতে হবে ম্যাঙ্গালোর বিমানবন্দরে। সেখান থেকে ১৩৬ কিলোমিটারের পথ হল কুর্গ।

আরও পড়ুন: সপ্তাহের একটা দিন কাটান শহরের জনপ্রিয় উদ্যানে! প্রকৃতিপ্রেমীদের জন্য নতুন চমক ভিক্টোরিয়ায়

Next Article