Snowfall: মরসুমের প্রথম তুষারপাত! বরফে ঢাকা পড়ল উত্তর ভারতের ৩টি রাজ্য

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 07, 2021 | 1:38 PM

শুধু কুফরি ও নারকান্দা নয়, হিমাচল প্রদেশের একাধিক জায়গায় এই তুষারপাতের সাক্ষী হয়েছে। এর পাশাপাশি উত্তরাখণ্ডের একাধিক জায়গায়ও তুষারপাত হয়েছে গতকাল। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরও এখন বরফের সাদা চাদরে ঢাকা।

Snowfall: মরসুমের প্রথম তুষারপাত! বরফে ঢাকা পড়ল উত্তর ভারতের ৩টি রাজ্য
সিমলা

Follow Us

গত সোমবার (০৬.১২.২০২১) তুষারপাতে ঢাকা পড়ল উত্তর ভারতের তিনটি রাজ্য। এদিন হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কিন্তু সিমলা থেকে ৯ কিলোমিটারের দূরত্বে অবস্থিত কুফরি এখন তুষারবৃত। বাদ নেই নারকান্দাও। এখন যেদিকে চোখ যায়, শহর ঢেকেছে সাদায়।

শুধু কুফরি ও নারকান্দা নয়, হিমাচল প্রদেশের একাধিক জায়গায় এই তুষারপাতের সাক্ষী হয়েছে। এর পাশাপাশি উত্তরাখণ্ডের একাধিক জায়গায়ও তুষারপাত হয়েছে গতকাল। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরও এখন বরফের সাদা চাদরে ঢাকা।

হিমাচলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র চিটকুল, সাংলা এবং কল্পার মত জায়গায় ১৫.৫ সেন্টিমিটার, ৭.৬ সেন্টিমিটার এবং ৬.০ সেন্টিমিটার বরফ রয়েছে। অন্যদিকে, ডোদ্রা কাওয়ার এবং চোপাল প্রত্যেকে ৩০ সেন্টিমিটার এবং ৬ সেন্টিমিটার বরফ পড়েছে।

কুফরি, নারকান্দা, রোহরু এবং খারা পাথারে হালকা তুষারপাতের ফলে কোল্ড ওয়েভের পরিস্থিতি তৈরি হয়েছে। রোটাং পাস এবং অটল টানেলে ৭৫ সেন্টিমিটার এবং ৪৫ সেন্টিমিটার ভারী তুষারপাতের হয়েছে এবং লাহুল এবং স্পিতির কোকসার, দারচা এবং কেলং-এ ৪৫ সেন্টিমিটার, ৩০ সেন্টিমিটার এবং ২০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে জানা গিয়েছে।

এই একই ছবি দেখা গেছে উত্তরাখণ্ডেও। কেদারনাথ মন্দিরের বরফের মোটা স্তর পড়েছে। অন্যদিকে, এই দিন জম্মু ও কাশ্মীরেও তুষারপাত হয়েছে। কাশ্মীরের গুলমার্গে ভারী তুষারপাত হয়েছে গতকাল। তবে এতে বেশ উচ্ছ্বাসিত পর্যটক। মরসুমের প্রথম তুষারপাত বলে কথা!

তবে চলতি বছরের অক্টোবর মাসেও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারী বর্ষণ ও তুষারপাত হয়েছিল। তবে সেটা মরসুম ছিল না। তাকে অকাল বর্ষণ বলা চলে। ওই দুর্যোগের চলতে রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক পর্যটন কেন্দ্র। তারপর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায়, হিমাচল প্রদেশের রোটাং পাস সহ একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। এবং জানানো হয়েছে ২০২২ এর এপ্রিলের আগে তা আর খুলছে না।

গতকালের ভারি তুষারপাতের জেরে আবারও বন্ধ করা হল হিমাচলের একাধিক রাস্তা। তুষারপাতের পর হিমাচলে ১৩০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে যায়, যার মধ্যে লাহুল ও স্পিতির ১২৭টি, কিন্নরের দুটি এবং সিমলা, চাম্বা ও কুলু জেলায় একটি করে রাস্তা বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন: গোলাপী রঙের আভায় ঢাকা পড়েছে শিলং! শুরু হয়ে গেছে চেরি ব্লসমের মরসুম

আরও পড়ুন: সরলতা আজও ধরা দেয় এই আলমোড়ার পাহাড়ে! মন পড়ে থাকে রানির দেশে

Next Article