Darjeeling: ডিসেম্বরের শেষে কম খরচে দার্জিলিং যেতে চান? এই ৪ টোটকা মেনে চলুন

TV9 Bangla Digital | Edited By: megha

Dec 07, 2023 | 12:39 PM

Low Budget Trip: ডিসেম্বরের শেষে যে দার্জিলিং, কালিম্পং জেলার অধিকাংশ হোম-স্টে হাউসফুল। কিন্তু আপনি সে দলে পড়েন না। বছরের শেষে পাহাড়ে যাওয়ার ইচ্ছে থাকলেও, পকেটে কথা ভেবেও কান্না পাচ্ছে। এমন অবস্থায় সস্তায় দার্জিলিং ভ্রমণ কি সম্ভব? আলবাত সম্ভব। কীভাবে, রইল সেই টিপস।

Darjeeling: ডিসেম্বরের শেষে কম খরচে দার্জিলিং যেতে চান? এই ৪ টোটকা মেনে চলুন

Follow Us

দার্জিলিং বেড়াতে গেলে কর দিতে হবে—এই খবরে মাথায় বাজ পড়েছিল পর্যটক থেকে পর্যটক ব্যবসায়ী সকলেরই। তাই বাতিল করতে হয়েছে এই নয়া নিয়ম। আর পড়বে না-ই বা কেন! ডিসেম্বরের শেষে যে দার্জিলিং, কালিম্পং জেলার অধিকাংশ হোম-স্টে হাউসফুল। কিন্তু আপনি সে দলে পড়েন না। বছরের শেষে পাহাড়ে যাওয়ার ইচ্ছে থাকলেও, পকেটে কথা ভেবেও কান্না পাচ্ছে। এমন অবস্থায় সস্তায় দার্জিলিং ভ্রমণ কি সম্ভব? আলবাত সম্ভব। সঠিকভাবে প্ল্যান করে বেড়াতে গেলে ৫-৬ হাজার টাকাতেও ছুটি কাটাতে পারবেন শৈলশহরে।

সস্তায় পৌঁছান শৈলশহর: শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনের জেলারেল কামরায় উঠে পড়ুন। ভাড়া ১৮৫ টাকা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার প্রাইভেট গাড়ি পাওয়া যায়। কিন্তু আপনি খরচ বাঁচাতে স্টেশন থেকে টোটো চেপে পৌঁছে যান তেনজিং নোরগে অর্থাৎ শিলিগুড়ি বাসট্যান্ড। এখান থেকে দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে ১০০ টাকা মাথাপিছু। এই একই টোটকা মেনে দার্জিলিং থেকে বাড়িও ফিরতে পারেন।

খুঁজুন সস্তার আস্তানা: ম্যালের কাছাকাছি থাকলে হোটেলের খরচ বাড়বে। আবার যদি বারান্দায় বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, তাহলে বাজেট বাড়াতেই হবে। তাছাড়া ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি হোটেলের ভাড়া দ্বিগুণ থাকে। তাই চেষ্টা করুন এই সময়টি এড়িয়ে দার্জিলিং যাওয়ার। পাশাপাশি এমন লোকেশনে হোটেল বা হোম-স্টে খুঁজে নিন, যা ম্যাল থেকে একটু দূরে কিন্তু সুন্দর। এই টোটকা মানলে আপনার অফবিট লোকেশনে থাকার ইচ্ছেও পূরণ হয়ে যাবে।

স্ট্রিট ফুডের স্বাদ নিন: গ্লেনারিজ়ে বসে কফির কাপ হাতে ছবি তুলতে গেলে গাঁটের কড়িও খসাতে হবে। তাই নামীদামি ক্যাফে, রেস্তোরাঁ ছেড়ে স্ট্রিট ফুড খান। দার্জিলিংয়ের ম্যালের স্ট্রিট ফুডের স্বাদ দুর্দান্ত। মাথাপিছু ৫০০ টাকা খরচ করলেই সারাদিন পেট ভরে খাবার পেয়ে যাবেন।

সাইটসিন করুন কম খরচে: দার্জিলিং গিয়েছেন আর টয় ট্রেন চাপবেন না? কিন্তু টয় ট্রেনের ভাড়া মাথাপিছু ৮০৫ থেকে ১৪০৫ টাকা পর্যন্ত। যদিও খরচে কুলোয়, তাহলেই যেতে পারেন জয়রাইডে। তবে, টাইগার হিল, মহাকাল মন্দির, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, হিমালয়ান জুলজিক্যাল পার্ক ঘুরতে ভুলবেন না। এসব জায়গা একদিনেই ঘুরে নিতে পারবেন। তার জন্য ভাড়া করে নিতে পারেন একটি প্রাইভেট গাড়ি। এতে ঝামেলা ছাড়াই দার্জিলিংয়ের সমস্ত সাইটসিন ঘুরে নিতে পারবেন।

Next Article