India Tourism: পর্যটকদের জন্য খুশির খবর, ভারত থেকে বিদেশ যাত্রা এখন এই নিয়মে আরও সহজ হয়েছে!
খুব শিগগিরই আসতে চলেছে 'ভ্যাকসিন পাসপোর্ট'। করোনা পরিস্থিতিতে বিদেশ ভ্রমন হবে আরও সহজ।
বিদেশ মন্ত্রক ভি মুরলিধরন সম্প্রতি ভারতীয় পর্যটকদের এনেছেন জন্য খুশির খবর। বিদেশ যাত্রা এবার আরও অনেকটা সহজ। খুব শিগগিরই ভারতে আসতে চলেছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’। তবে এখনও তার পরিকল্পনা শুরু হয়নি।
ভারতে তৈরি হয়েছে দুটো ভ্যাকসিন, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড। তবে বেশ কিছু দেশ সেই দেশে প্রবেশের জন্য এই ভ্যাকসিনগুলিকে মান্যতা দিচ্ছে না। সেক্ষেত্রে ভারতীয় পর্যটকদের বিদেশ যাত্রা একটু কঠিন হয়ে পড়েছে। তাই, পার্লামেন্টে বিদেশ মন্ত্রক লিখিত বক্তব্য জানান, ‘ভারতে তৈরি ভ্যাকসিন কতটা সুরক্ষিত, তা নিয়ে জল্পনা চলছেই। তাই ভারত এবং বিদেশের দুজনকেই সমানভাবে ভ্যাকসিন সার্টিফিকেট স্বীকৃতি দিতে হবে।’
এখনও পর্যন্ত ১৭টি ইউরোপীয় রাজ্য কোভিশিল্ডকে মান্যতা দিয়েছে। তারমধ্যে ফ্রান্স, অস্ট্রিয়া, বুলগেরিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, এস্টোনিয়া, গ্রীস, জার্মানি, আইসল্যান্ড, হাঙ্গেরি, ল্যাটভিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, মালতা, স্পেন, স্লোভানিয়া, সুইজারল্যান্ড এবং সুইডেন রয়েছে। যদিও এস্টোনিয়া কোভ্যাক্সিনকেও মেনে নিয়েছে।
ভারতীয় পর্যটকদের এত প্রশ্নের সম্মুখীন হতে যাতে না হয়, তাই ভ্রমণ আরও সহজ করার চেষ্টা করছে। ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের বেশ কিছু দেশের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে ভ্যাকসিন সার্টিফিকেটকে পাসপোর্টের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে ভারত সরকার। মন্ত্রী জানিয়েছেন খুব শিগগিরই আসতে চলেছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’। করোনা পরিস্থিতিতে বিদেশ ভ্রমন হবে আরও সহজ।