পুজোর সময় বেড়াতে যাওয়ার হিড়িক পড়ে যায়। তার জন্য জুলাই-অগস্ট থেকেই ট্রেনের টিকিট কাটতে হয়। যদিও জুলাইয়ের মধ্যভাগে এসে অর্ধেকের বেশি ট্রেনের টিকিট ‘সোল্ড আউট’। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বাড়ির পোষ্যকে কোথায় রেখে বেড়াতে যাবেন? আমাদের টিপস মানলে, পোষ্য রেখে নয়, সঙ্গে করে নিয়েই বেড়াতে যেতে পারবেন। এমন অনেক ডেস্টিনেশন রয়েছে যেখানে চারপেয়ে নিয়ে বেড়াতে যাওয়া যায়। কিন্তু সমস্যা হল ট্রেনে কীভাবে পোষ্য নিয়ে উঠবেন।
ভারতীয় রেলের নিয়ম অনুসারে, আপনি ট্রেনে পোষ্যকে নিয়ে যাত্রা করতে পারেন। কিন্তু আপনাকে বিশেষ কিছু নিয়ম মেনে টিকিট কাটতে হবে, পাশাপাশি ধৈর্য ধরতে হবে। যে কোনও নন-প্রিমিয়াম ও প্রিমিয়াম ট্রেনে আপনি টিকিট কাটতে পারেন, শুধু সেখানে এসি ফার্স্ট ক্লাস কোচ থাকতে হবে। আপনাকে বুক করতে হবে কেবিন বা কুপ, অর্থাৎ যেখানে চারটি বা দু’টি আসন রয়েছে।
পছন্দমতো কুপ বা কেবিন ব্যবহার করার পর যে সেটাই আপনি পাবেন, এমন নয়। তাই চেষ্টা করুন দু’টি আসনের কুপ বুক করার। টিকিট কাটা হয়ে গেলে আপনাকে যেতে হবে রেলওয়ে রিজার্ভেশন অফিসে। চিঠি দিতে হবে রেলের চিফ কমার্শিয়াল অফিসারকে। সেখানে জানাতে হবে আপনি পোষ্যকে নিয়ে বেড়াতে যাচ্ছেন তাই আপনাকে যেন সেই মতো আসন দেওয়া হয়। এই আবেদনপত্রের সঙ্গে টিকিটের কপি, আপনার ফটো আইডির জেরক্স এবং পোষ্যের টিকাকরণের সমস্ত সার্টিফিকেট ও ফিটনেসের সার্টিফিকেট জমা দিতে হবে।
এরপরই নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না। এতকিছু করার পরও অনেক সময় পোষ্যের জন্য আসন মেলে না। ট্রেন ওঠার দু’দিন আগে পশুচিকিৎসকের কাজ থেকে চারপেয়ের ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিন। এবার যে দিন ট্রেনে ওঠার পালা, সেদিন নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে স্টেশনে পৌঁছে যান।
স্টেশনে পৌঁছে প্রথমে যান পার্সেল অফিসে। এখান থেকে আপনাকে কনফার্ম টিকিট, পোষ্যের টিকাকরণ সার্টিফিকেট এবং ভ্রমণের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এখান থেকেই আপনি জানতে পারবেন যে ওইদিন আপনি সারমেয়কে সঙ্গে নিয়ে ট্রেনে যাত্রা করতে পারবেন কিনা।
আপনার কনফার্ম টিকিট হাতে পাওয়ার পর আপনাকে সারমেয়ের ওজন করাতে হবে। প্রতি কিলোগ্রাম অনুযায়ী ৩০ টাকা মূল্য ধার্য করে ভারতীয় রেল। এই প্রক্রিয়াগুলো শেষ হলেই আপনি পোষ্যের টিকিটও হাতে পেয়ে যাবেন। আর কোনও ঝক্কি নেই। এবার চারপেয়েকে সঙ্গে নিয়ে উঠে পড়ুন ট্রেনে। চলে যান পেট-ফ্রেন্ডলি ডেস্টিনেশনে।